আমাদের কথা খুঁজে নিন

   

(১৮+ ) কেমিক্যাল ০৮ রাজ্যের আরেক উপকথা ঃ বাকা, বাঙ্গী এবং গাবা –র এক দিন।( পুরান জোকস নতুনভাবে )

সত্যের জয় অনিবার্য...এজন্য সত্য যতই কঠিন হোক ,তা সবকিছুর উর্ধ্বে...ভালবাসা , ধর্ম বা ক্ষমতার অপব্যাবহার ও অপব্যাখ্যা দিয়ে কিংবা সৃষ্টিকর্তার দোহাই দিয়ে সত্যকে ঢাকার চেস্টা করে কোনো লাভ নেই ... ...

একদা কোনো অজ্ঞাত কালে প্রশান্ত মহাসাগরের কোনো এক নির্জন দ্বীপের তীরে ভেসে উঠে তিন কেমিক্যাল পুত্রের নিথর দেহ। তারা হল বাকা ,বাঙ্গী এবং গাবা(গাঞ্জাবাবা)। ঝড়ে তাদের জাহাজ ডোবার পরেও ভাগ্যের জোরে তারা বেঁচে যায় । একে একে জ্ঞান ফিরতে থাকে তাদের। যখন তারা পুরোপুরি সজ্ঞানে আসলো, তখন তারা নিজেদের আবিস্কার করলো একদল হিংস্র মানুষ খেকো জংলিদের মাঝে।

তারা ভয় পেতে থাকল। এমন সময় ভীড় ঠেলে তেদের সামনে হাজির হল এক বিশাল মোটা সোটা অর্ধন্যাংটা জংলী । প্রচন্ড রাগী দৃষ্টিতে সে তাকাতে থাকল তিন বেচারার দিকে। বেশ কিছুখখন নীরব থাকল পরিস্থিতি । কেও কোনো কথা বলছেনা ।

এমন সময় মোটা সোটা অর্ধন্যাংটা কথা বলতে শুরু করল, বিশুদ্ধ বাংলায়... মোটা সোটা অর্ধন্যাংটা > বাবারা তোমরা নিশ্চয় বাংলাদেশ থেকে আসছো। আমি তোমাদের দেইখাই বুঝতে পারছি। আমিও এককালে বাংলাদেশে ছিলাম। তবে ৫ বছর আগে আমারে বাংলাদেশ সরকার সেখান থেকে বাইর কইরা দেয়, এই অপরাধে যে আমি নাকি বেশি খাই। এক সময় নাকি দেশটাই খাইয়া ফেলামু।

এছাড়া গোলাপিরে নিয়া আরো অনেক কাহিনি করছিলাম । এজন্য আমারে দন্ডবিধি ৪২০ মোতাবেক এই দ্বীপে পাঠাঈয়া দেয়। ও আচ্ছা ! আমার নামটাই ত বললামনা। আমার নাম হইল এডি কং কং । আমার কাহিনি থাক এবার আসল কথা হইল , আমি এখানে বংশবৃদ্ধি কইরা যে সমাজ গঠন করছি তার পুরাটাই মানুষখেকো।

( এসব শুনে আতংকিতো হতে থাকল তিন কেমিক্যাল রা) তবে তোমাদের কে ছাইড়া দিতে পারি , যদি তোমরা প্রমান করতে পারো যে তোমাদের তিনজনের জিনিষের মিলিতো দৈর্ঘ আমারটার চেয়ে বেশি হবে । (এই বলে কং কং তার আন্ডারটেকার থেকে ৩০ ইঞ্চি মেশিনটা বের করল। এরপর কথা অনুযায়ী বাকা , বাঙ্গী এবং গাবা তাদেরটা বের করে মিলিয়ে মাপল ৩০.৫ ইঞ্চি। ) বাকা > যানতাম আমি সাক্সেস্ফুল হমুই । আমার যন্ত্র ব্যাকা হইবার পারে মাগার জিনিষ খাশা , পুরা ১৮ ইঞ্ছি ।

বুঝলা বাঙ্গী, গাবা আমার লাইগাই তোমরা পার পাইলা । বাঙ্গী > চি চি । কি বলচো যে । কি চমচ্চ্যা তোমাদের । আমি যদি প্রতিদিন হিট ট্রান্সফার করে আমার অ্যাপেরাটাসটাকে ১২ ইঞ্চি লম্বা না করতাম তাহলে তোমরা দুই যন ই যে মারা পরতে।

গাবা > তোমাদের যা ইচ্ছা তোমরা বলো । ডাক্তার আমারে বলছিল গাঞ্জা কম কম খাইতে। প্রতি টানে নাকি ১ সে মি কইরা আমার জিনিষ টা খয় হইবো । তবুও টানা একমাস ধইরা খাইতাছিলাম। সর্বশেষ কমতে কমতে গতকাল পর্যন্ত জিনিষ টা ছিলো ০.৫ ইঞ্চি ।

কালকে ঝড়ের সময় টান মারতে পারিনাই। তোমরা এবার ভাইবা দেখো যদি টানটা মারতাম তাইলে অহন কি অবস্তাটা হইতো...। ( এরপর কবি নীরব আমিও নীরব.................................। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।