সারাদিন ধরে থেমে থেমে চলেছে বর্ষণ। আর দিনটি ছিল বাইশে শ্রাবণ। রবীন্দ্র্রনাথ ঠাকুরের ৭২তম মৃত্যুদিন। এই উপলক্ষ্যে কলকাতায় জোড়াসাঁকোতে এক অনুষ্ঠানে রথীন্দ্রনাথের নামাঙ্কিত সংরক্ষণ র্যাবরেটরির উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় রবীন্দ্র্র সঙ্গীতের শিক্ষিকা ও খ্যাতনামা শিল্পীদের উপস্থিতিতে দর্শকদের অনুরোধে গেয়ে শোনান একটি রবীন্দ্রসঙ্গীদের কয়েকটি কলি।
তার আগে তিনি বলেন, একমাস ধরে পঞ্চায়েত নির্বাাচন উপলক্ষে।
সারা বাংলা জুড়ে চেচিয়ে গলা ভেঙ্গে গেছে। তবুও গাইছি। এরপরই উপস্থিত শ্রাবণী সেন, ইন্দ্রাণী সেনদের লক্ষ্য করে বলেন, ভুলভাল যা করবো ক্ষমা করতে হবে। তারপরই এদিনের পরিবেশের সঙ্গে সঙ্গতি রেখে বাছাই করেন ’ঝরে ঝরে বরিষে বারিধারা’ গানটি। দক্ষ শিল্পীর মতই তিনি গেয়ে শোনান গানটির কয়েকটি কলি।
সকলের প্রশংসা কুড়িয়ে নেন সহজেই। অবশ্য এদিন মমতা বলেন, রবীণ্দ্রনাথের গানে সব ধরণের আবেগের প্রতিফলন রয়েছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, দুঃখ প্রতিফলিত হয় জীবন যখন শুকায়ে যায় বা এই করেছো ভাল নিঠুর হে-ও মত গানে। আবার প্রেরণা দেবার মত গান হল প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো আরো আরো দাও প্রাণ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।