আমাদের কথা খুঁজে নিন

   

somewhere in blog

লিখতে শুরু করলেই লেখা হয়

কেমন আছেন সবাই ? এটা আমার প্রথম Blog। বহু দিন হলো বাংলা ভাষা ব্যবহার করা হয় না বললেই চলে। তাই প্রথমত ভূল বানানের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ আমার এক বন্ধু আমাকে বললো, যে এখন নাকি বাংলাদেশ অনেকেই somewhereinbloge এ blog post করে। তাই ভাবলাম ভুলতে বসা মাতৃভাষা বাংলা লেখা শেখার আবারও একটা নতুন সুযোগ পেলাম হয়ত।

দেশের বাইরে থাকায় বাংলা বলা তো হয়, কিন্তু লেখা হয় না। ধন্যবাদ somewhereinbloge - কে। আজকাল ইন্টারনেট বাংলা ভাষার ব্যবহার সর্বত্র দেখা যায় যেমন গুগল, ফেসবুক ইত্যদি। এমনকি আজকাল windows - এ পর্যন্ত বাংলার ব্যবহার দেখা যায়। somewhereinbloge - ইন্টারনেট এ বাংলা ভাষা কে কয়েক ধাপ এগিয়ে দিয়েছে।

গুগল বিশ্বের সবচে জনপ্রিয় ওয়েব সাইট। তারা বিভিন্ন ধরনের সুয়োগ-সুবিধা প্রদান করে থাকে, তার একটি হলো অনুবাদক। কিন্তু সেখানে বাংলা অনুবাদক নেই। কয়েক দিন আগে ফেসবুকে এ বিষয়ে একটি গ্রুপ খোলা হয় এবং সেখানে বাংলা অনুবাদক সংযোজন এর জন্য আবেদন করা হয়। যাই হোক, অনেক কথা বলা হলো।

এখন যাবার পালা। ধন্যবাদ সবাইকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।