আমাদের কথা খুঁজে নিন

   

জয় দিয়ে বুন্দেসলিগার শিরোপা ধরে রাখার লড়াই শুরু বায়ার্নের

জার্মান লিগ বুন্দেসলিগার শিরোপা ধরে রাখার লড়াই জয় দিয়ে শুরু করেছে বায়ার্ন মিউনিখ। গতকাল রাতে লিগের প্রথম ম্যাচে তারা বরুসিয়া মনশেনগ্লাডবাখকে ৩-১ গোলে হারিয়েছে।

অ্যারেনা স্টেডিয়ামে দ্বাদশ মিনিটে ফ্র্যাঙ্ক রিবেরির চমৎকার পাস থেকে গোল করে তার দলকে এগিয়ে দেন রোবেন। চার মিনিট পর রোবেনেরই ফ্রি কিক থেকে রিবেরির শট মনশেনগ্লাডবাখের গোলরক্ষক ফিরিয়ে দিলেও মানজুকিচের ফিরতি শট কেউ ঠেকাতে পারেনি। ৪০ মিনিটে বায়ার্নের ব্রাজিলিয়ান ডিফেন্ডার দান্তের আত্মঘাতী গোলে ব্যবধান কমায় মনশেনগ্লাডবাখ। কিন্তু বিরতির পর বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও সমতায় ফিরতে পারেনি তারা।

এরপর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল জয় নিশ্চিত করে দেয় জার্মান চ্যাম্পিয়নদের। পেনাল্টি অবশ্য দুটো পেয়েছিল বায়ার্ন। ৬৮ মিনিটে টমাস মুলারের শট গোলরক্ষক ঠেকিয়ে দিলেও পরের মিনিটে পেনাল্টি থেকে অ্যালাবার শট জালে জড়িয়ে যায়। 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।