আমাদের কথা খুঁজে নিন

   

নৌ- ট্রেন ও সাবমেরিন মাইক্রোবাস!!

ফোঁটায় - ফোঁটায় লিখব!

এরকমটা হলে বাংলাদেশের জন্য দারুণ হতো! নদীমাতৃক দেশের জন্য এর চেয়ে উপযুক্ত বাহন আর কি হতে পারে বলেন? হাসি পেলেও - "নিরাপত্তার দিকে" এ তৃতীয় বিশ্বের উদাসীনতা দেখাতে এসব ছবি মাঝে মাঝে পশ্চিমা দেশগুলোর সেমিনারে শোভা পায়। এতই কি সস্তা অামাদের জীবন? এ অবস্থায় যাতায়াত কি খুবই জরুরী? তবে আর কি - ট্রেনের ভিতরে বসার ব্যবস্থা না করে, ছাদে করলেই হয়! জীবনও হয়তো বঁাচবে, প্রাকৃতিক শোভা দেখতে দেখতে ভ্রমণও হবে!! আর সাবমেরিন - মাইক্রো! এটা নিয়ে কিছু করার নেই। হতভাগ্য দেশের এ যে নিয়তি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।