http://www.facebook.com/Kobitar.Khata
কি সহজেই না আপনি ক্ষমতাকে পায়ের নিছে মাড়ালেন? কি সহজে! অথচ ভেবে দেখুন সেই ক্ষমতার জন্য আপনারই মতো আরো কিছু সেক্টর কমান্ডার, আরো কিছু বীর মুক্তিযোদ্ধা কি না করেছে। নিজেরা নিজেরা ক্ষমতার জন্য করেছেন কুত্তার মতো কামড়া কামড়ি, করেছেন খুনের পর খুন। ক্ষমতাকে পোক্ত করার জন্য হাত মিলিয়েছে দেশের শত্রু রাজাকার আলবদরদের সাথে, এমনকি তাদের মন্ত্রী বানিয়ে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের চপেটাঘাত করতেও দ্বিধা করেনি।
অথচ আপনি কি করলেন? আপনি ছিলেন বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা। ৭ নভেম্বর জিয়াকে আপনিই সাপোর্ট দিয়ে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছিলেন।
হয়ে উঠেছিলেন বিএনপির অন্যতম প্রভাবশালী মন্ত্রী। ছিলেন ঢাকা মহানগর বিএনপির সভাপতি। হয়তো পরের বার আরো বড় মন্ত্রিত্ব পেতে পারতেন। হতে পারতে বিএনপির আরো বড় নীতিনির্ধারক। কিন্তু সব কিছুকে বুড় আঙ্গুল দেখিয়ে ক্ষমতার মোহকে পায়ে মাড়ালেন।
কারণ আপনি সত্যিকারের একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, সত্যিকারের একজন দেশপ্রেমিক ছিলেন। আপনার বিবেক রাজাকার আলবদরদের সাথে ক্ষমতা ভাগাভাগি করার, এই সংসদে পাশাপাশি বসার জন্য সাড় দেয়নি। আপনি রাজাকারের গাড়িতে বাংলাদেশের পতাকার পতপত করে উড়া দেখতে চাননি। তাই তো ক্ষমতার মোহকে তুচ্ছ করে রাজনীতি থেকে নিস্ক্রিয় হলেন। শুধু নিষ্ক্রিয় হয়ে চুপ থাকলেন না।
বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা সেক্টর কমান্ডারস ফোরামের সাথেও সম্পৃক্ত ছিলেন। জীবনের শেষদিন পর্যন্ত বীর বীরের মতোই ছিলেন।
মিঃ শওকত। আপনি তো চলে গেলেন। যাওয়ার আগে দেশ প্রেমেরে শিক্ষা দিয়ে গেলেন সমগ্র জাতিকে।
যদিও জানি না আমাদের ক্ষমতা লোভী নেতারা আপনার থেকে আদো কোন শিক্ষা নেবে কিনা। তবে আমরা সাধারণ দেশপ্রেমিক মানুষ আপনাকে মরে রাখব আমৃত্যু। আমি হলফ করে বলতে পারি, আপনার মৃত্যুর অনেক অনেক পরেও এই দেশের হাজার হাজার মানুষ তাদের ভবিষ্যৎ প্রজন্মকে কোন একজন দেশপ্রেমিকের গল্প বলতে গিয়ে আপনার কথাই শোনাবে। বলবে ''এই দেশে একজন বীর ছিল, যে তার জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করেছিল, যুদ্ধ মানে ক্যাম্পে বসে সৈনিকদের নির্দেশ দেয়া না, তিনি নিজে অস্ত্রহাতে সম্মুখ সমরে অবতীর্ন হয়েছিলেন, দেশকে স্বাধীন করেছিলেন। পরে নিজ গুনে দেশের ক্ষমতার শীর্ষের কাছাকাছি পৌঁছেছিলেন।
এবং দেশকে ভালবাসেন বলে, দেশের অপমান হচ্ছে বলে, মুক্তিযুদ্ধের অপমান হচ্ছে বলে, মুক্তিযোদ্ধাদের অপমান হচ্ছে বলে প্রতিবাদী হয়ে ছিলেন। আমাদের ভাবাতে শিখিয়েছিলেন দেশপ্রেমের সাথে কোন আপোষ চলে না। ''
আপনার জন্য লাল স্যালুট।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।