আমাদের কথা খুঁজে নিন

   

মীর শওকত : একজন সত্যিকারের দেশপ্রেমিকের নীরব বিদায়...

বল বীর! চির উন্নত মম শির!
চলে গেলেন মীর শওকত। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, বীর উত্তম। মীরজাফরদের এই দেশে একজন সত্যিকারের দেশপ্রেমিকের যেমন নীরব বিদায় হওয়ার কথা ছিল , তাই হলো। মুক্তিযুদ্ধের চেতনার ফেনা তুলে ফেলা মিডিয়াগুলো খবরটিকে ছাপালো পেছনের পাতায়, যেন পেছনের সারির মানুষ ছিলেন একজন সেক্টর কমান্ডার। মুক্তিযুদ্ধের ধ্বজা ধারী সরকার চুপ থাকলো কারন সরকার সমর্থক ছিলেন না তিনি। নিজের দলও শেষ জীবনে মূল্যায়ন করেনি তাকে যেমন করেনা খাঁটি মানুষগুলোকে। মীরজাফরের উত্তরাধিকারে ভরা এই দেশে এর চেয়ে আর ভাল কি-ই বা আশা করা যেত? তিতুমির, মীর মদনদের রক্তের উত্তরাধিকারি এই ক্ষনজন্মা মানুষের প্রস্থানে বিনম্র শ্রদ্ধা। আল্লাহ তার আত্মার মাগফেরাত দান করুন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।