"যত সমস্যা, তত সমাধান"
জনপ্রিয়সার্চ ইঞ্জিন গুগলেব্যবহারকারীরা নানা ধরনের তথ্যখুঁজে থাকেন। তথ্যখোঁজার ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বনের মাধ্যমে সহজে কাঙ্খিত তথ্য পাওয়া সম্ভব।
আপনার ওয়েবপেজ বা ব্লগের সঙ্গে আর কোন কোন লিংক যুক্ত আছে সেগুলো জানার জন্য আপনার ওয়েবপেজ বা ব্লগের নামের আগে link: লিখে গুগলে সার্চ করুন। যেমন: link:http://www.prothom-alo.com
কোনো শব্দের সংজ্ঞা বা অর্থ জানার জন্য ওই শব্দের আগে define লিখে গুগলে সার্চ করুন। শব্দের সংজ্ঞা জানতে পারবেন।
যেমন: blog-এর সংজ্ঞা জানার জন্য define blog লিখে সার্চ করুন।
কোনো কিছু লিখে গুগলে সার্চ করে শুধু pdf ফাইলে ফলাফল দেখার জন্য ওই শব্দটির পর filetype:pdf লিখে সার্চ করুন। যেমন: blog filetype:pdf
কোনো অঞ্চলের আবহাওয়ার খবর জানার জন্য weather লিখে তার পাশে ওই অঞ্চলের নাম বা শহরের নাম লিখে গুগলে সার্চ করুন। ওই অঞ্চলের আবহাওয়ার খবর জানতে পারবেন। যেমন: weather Sylhet
কোনো অঙ্ক বা হিসাবের ফলাফল জানার জন্য ওই সংখ্যাগুলো লিখে গুগলে সার্চ করুন।
ফলাফল চলে আসবে। যেমন: ১০০+২০০ লিখে সার্চ করলে ফলাফল আসবে ৩০০।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।