আমাদের কথা খুঁজে নিন

   

বন বুঝি পশুদের ফুলের বাগান

বিজ্ঞানী কলিন্স পড়ে চাঁদে যাওয়ার দোয়া। আমি ইমরান মাঝি দেখো ছইয়ের মধ্যে শোয়া বনে গেলে পর। কি বা বাড়ি ঘর। কি বা ঘরের টান। বন বুঝি পশুদের ফুলের বাগান।

মনে হয় উড়ি। মেঘ যেন ঘুড়ি। আমি যেন পাখি। মনে হয় বাঘ হয়ে বনে শুয়ে থাকি। উড়ে যাই আকাশে।

চাঁদ হয়ে রয়ে যাই সূর্যের পাশে। এমন আজব বন। প্রত্যেটি গাছ যেন মরে যাওয়া কবিদের শৈল্পিক মন। লক্ষ লক্ষ শিশু যেন নেংটো দাঁড়িয়ে আছে। বাতাস এলে মনে হয় শিশু সব নাচে।

কত লতা পাতা। যেন সব মায়েদের নকশি কাঁথা। গায়ে দিয়ে শুয়ে থাকি। লাল নীল কত পাখি। উড়ে আসে কাছে।

গাছে গাছে। ছোট ছোট ফল। চারিদিকে জল। দূরে কাছে দূরে। বাতাস আসে, বাতাস যেন হাজার শিশু কাঁদছে করুন সুরে।

আমি শুয়ে আছি। বাতাস এলে মনে হয় শিশুদের সাথে নাচি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।