আমাদের কথা খুঁজে নিন

   

৫০০ বছর পুরনো ২.৫ মিলিয়ন মূল্যের অলংকার খুজে পেয়েছে ৩ বছরের শিশু



তিন বছরের এক বালক প্রায় ২.৫ মিলিয়ন মূল্যের একটি প্রাচীন স্বার্ণালংকার খুজে পেয়েছে।জেমস হায়ত্ত নামের ঐ বালক তার বাবা ও দাদার সাথে ঘুরে বেড়ানোর সময় মেটাল ডিটেকটর ব্যবহার করে ওই অলংকারটি খুজে পায়। খেয়াল বসত মাটিতে স্ক্যান করার সময় হঠাৎ করে তার মেটাল ডিটেকটরটি শব্দ করে উঠলে সে, তার বাবা জেসন ও তার দাদা মিলে মাটি খুড়তে শুরু করে। মাত্র আট ইঞ্চি মাটি খুড়ার পরই তারা একটি ঝিলিক দেখে এবং পরে ঐ স্বর্ণালংকারটি পায়। অলংকারটি প্রায় ৫০০ বছর পুরনো হতে পারে বলে নৃতত্ত্ববিদেরা মন্তব্য করেছেন। এ ব্যপারে তার বাবা বলেন , “জেমস এটি পেয়ে অনেক খুশি হলেও এর মূল্য বোঝার মত বয়স এখনো ওর হয়নি”। আগ্রহী প্রতিষ্ঠান যেমন বৃটিশ মিউজিয়াম এটি কয়েক মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ওই পরিবারের সাথে সমঝতার মাধ্যমে কিনে নিতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠরা। এদিকে মিউজিয়াম অব লন্ডন আর্কিউলজির নৃতাত্ত্বিকেরা পশ্চিম লন্ডনে সনুসন্ধান চালিয়ে মাটির মাত্র আধা মিটার নিচে রোমান বৃটেনের অনেক নৃতাত্ত্বিক নমুনা খুজে পেয়েছেন বলে জানা গেছে। আরো জানতে এখানে Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।