আমার ব্যক্তিগত ব্লগ
প্রতিবন্ধীতের প্রতি সদয় কম বেশি সবাই হই। একাজ মুখে বলা যত সহজ বাস্তবে করা অনেক কঠিন। কোলকাতার নিউমার্কেটের পিছনে যে কে এফ সি আছে, সেখানে দেখলাম মুক ও বধির মেয়ে কাজ করছে। গেস্টদের নিয়ে টেবিলে পৌছে দেয়া, টেবিল পরিস্কার করা, হাত নেড়ে কলিগের সাথে গল্প সবই করছিল ও। দেখে ভালই লাগল যে ভাল একটা জায়গায় সুন্দর পরিবেশে কাজ করছিল ও। তবে সব কিছুরই একটা খারাপ দিক থাকে, আমি ফ্রেন্চ ফ্রাই আমার ছেলের জন্য প্যাক করে নিতে চাইছিলাম। বেশ কয়েকবার ডেকে ও হাত ইশারা করে মেয়েটাকে ডাকছিলাম, কিন্তু ও তো শুনতে পায়না। বাধ্য হয়ে নিজেই কাগজে মুড়ে নিয়ে নিলাম। আর এ বিষয়ে ওদের আর কিছু বললাম না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।