আমাদের কথা খুঁজে নিন

   

আমি কি কোন দোষ করেছি?

আমি আসলে ধর্ম ও অধর্মের মাঝে বাস করছি। বুঝতে পারছি না কোনটি ঠিক। তাই নিজের নাম দিয়েছি "আ-নাস্তিক"।

আমার কি কোন দোষ আছে অর্থাৎ আমি কি কোন দোষ করেছি?যদি না করে থাকি,তবে কেন এই দূর্ভোগ?কেন আমি সেফ বা নিদেনপক্ষে জেনারেল হতে পারছিনা?Why?Tell me the answer. I want my independence,আমাকে আমার স্বাধীনতা দাও। আমিও কিছু বলতে চাই।

অন্য সবার মত আমারো কিছু বলতে ইচ্ছে করে। তবে কেন আমাকে সুযোগ দেয়া হচ্ছে না?আমি কি কোন নিয়ম ভঙ্গ করেছি? অনেক আশা নিয়ে এখানে রেজিস্ট্রেশান করেছিলাম। ভেবেছিলাম আমি এখন থেকে আমার মতামত প্রকাশ করতে পারব। কিন্তু পারছি কোথায়?আমাকে কেন সে সুযোগ দেয়া হচ্ছে না?আমি জানতে চাই। আমি এ ব্যাপারটাতে ধীরে ধীরে হতাশ হয়ে পড়ছি।

জানি না কেন। আমার মনে হচ্ছে আমি এখনকার যোগ্য না। এখানে সব হাই সোসাইটির ব্লগার লেখালেখি করে,আমি ত সে তুলনায় কিছুই করতে পারি না। বাজে একটা পোষ্ট দিয়ে বসে আছি। হেডলাইন হচ্ছে "ব্যাপার কী?"।

বা বা বা বাহ্‌,এই পোষ্ট দিয়ে আমি কি সব উদ্ধার করে ফেলেছি?সামুতে লিখতে হলে খুব ভালো ভালো পোষ্ট দিতে হয়,যেটা আমার দ্বারা হবে না। আমি আসলে একটা ফালতু ব্লগার। একারণে আমি সেফ হতে পারছি না। দুঃখে আমার বুকের ছাতি ফেটে যাচ্ছে। বাস্তব বড়ই কঠিন জায়গা,সামু মনে হয় আমাকে সেই শিক্ষাই দিচ্ছে।

কাঁদতে কাঁদতে বিদায় নিচ্ছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।