আমাদের কথা খুঁজে নিন

   

প্যারোডি কবিতা : বনলতা সেন [উৎসর্গ - ডিজ্যুস জেনারেশন]



কয়েক বছর ধরে আমি পথ হাঁটিতেছি প্রাইভেট ভার্সিটির ক্যাম্পাসে, নেপচুন হোটেল থেকে নিশীতের অন্ধকারে লিটনের ভাইয়ের ফ্ল্যাটে অনেক থেকেছি আমি;মাল খেয়ে টাল হওয়া ইয়াবা জগতে লাইন ঘাট ছিল আমার; ভিকারুন কিংবা হলিক্রসের সামনে; আমার ক্লান্তি নেই, চারিদিকে ইভটজিংইয়ের জয়জয়কার, আমারে দুদণ্ড শাস্তি দিয়েছিল ডিজ্যুস মেয়ে "অ্যাঞ্জেলিনা পোদ্দার"। চুল তার কবেকার ম্যাজেন্টা কালার কার্লি কিংবা স্ট্রেইট, মুখ তার ব্রন-মাইছ্তার কারুকার্য; পারসোনা কিংবা ফারজানা শাকিল মেকআপ দিতে গিয়ে হারায়েছে দিশা ডজন খানেক এফ.এন.এফ. বয়ফ্রেন্ডের কল্যাণে তার চোখে ভাসে কে.এফ.সি.র মুরগীর রান, তেমনি দেখেছি তারে বসুন্ধরা সিটিতে; বলেছে সে, ‘এতদিন কোথায় ছিলা,জানু?’ ভুরু প্লাক করা চোখ তুলে- গুলশানের লিনু,আমার অ্যাঞ্জেলিনু। সমস্ত ডেটিং শেষে খোসা ছাড়া কলার মতন অ্যাঞ্জেলিনা নীড়ে ফিরে; উষ্ণ শাওয়ারে মুছে ফেলে কলঙ্কের গন্ধ; বাসার সব লাইট নিভে গেলে,শুরু হয় নিষিদ্ধ ফোন আলাপন তখন রসগল্পের আহ্লাদে ডিজ্যুস মেয়ে টসটসা; তার বাকি ডিজ্যুস নাগররা পায় কল ওয়েটিং সারা রাত ফুরায়... দিনে ঘুমায় ডিজ্যুস জেনারেশন; জাতি ধুঁকে অন্ধকারে,ক্ষয় হয় আঞ্জেলিনা পোদ্দারদের বিবেক-দেহ-মন।। মূল কবিতা...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।