বারংবার ফিরে আসুক এভাবে সুখের দিন।
শোধ করে যাব মোরা অতীতের দুঃখের ঋণ।
কাধে কাধ রেখে একই কাতারে দাড়ি।
এভাবে যেন মোরা আজনম থাকতে পারি ।
ভেদাভেদ ভুলে-কে গরীব-কে ধনী।
হাতে হাত রেখ সুখ স্বপ্নের দিন বুনি।
মনের যত কুষিলিত, দুর করে তা ।
বারংবার ফিরে আসুক- ঈদ, নিয়ে সুখ বার্তা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।