সে এক পাথর আছে কেবলই লাবণ্য ধরে ...
আজ কোন শালিক তোমার কথা বলবে , একাগ্রমনে আমি শুনে যাব ,
কোন ইস্পাত হয়ে জ্বলবে সোনালী সূর্য , আমার চোখে ,
আমি দেখব , অন্তহীন কোন নদীর সমুদ্র হয়ে ওঠা , পরস্পর
ছুঁয়ে যাওয়া দুটি ফড়িং এর , স্পর্শ করব লজ্জাবতী অকারণে ,
আমি আজ কোখাও যাব না তেমন , যাবার মত কোন জায়গা নেই
আজ আমার জন্য ।
শৈবালের ফিসফিস শুনতে পাব এই আশায় , কান পাতব সন্ন্যানীর উপাসনায় ,
কখনো কোন মেঘ এস বলবে তার স্বপ্নের কথা ,
কোন সুতো ছেঁড়া ঘুড়ি , পায়ে জড়াব , তারপর ছুটে যাব .. এক নিমিষে
একশ্বাসে দৌড় দেব অস্তমিত সূর্যের দিকে , যেন
সাধ্য আছে অক্ষম আমার তাকে টেনে আছড়ে ফেলব মর্ত্যে ।
আজ আমি আর কোথাও যাব না , আমি তোমার কথা ভাবব ।
এমন কোন শব্দ খুঁজব যা বলতে পারে হৃদয়ানুভূতি , আমার নৈঃশব্দ্য ,
তোমার জন্মদিনে এই হোক সামান্য উপহার ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।