"কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরিয়া গেছে.।"
চল আজ খানিকটা সময় প্রেম করি
ভুলে থাকি জীবনের খুনসুঁটি;
স্বপ্নের পথে হারিয়ে যাই বহুদুরে ,
কিছুটা সময় হেসে হই কুটিকুটি।
কতদিন গোধূলীর রং দেখিনা,
দেখিনা শুক্লার ভরা চাঁদ;
অভিমানে হেঁটে গেছে কত জোৎস্না রাত,
ভুলে গেছি আবেগি চুম্বনের স্বাদ।
জীবনের খেরোখাতা পড়ে আছে নিস্প্রভ
হিসেব-নিকেশ,লেনা-দেনা ধূলি পড়া সময়;
চল শিউলি ঝরা কোন ভোরের পথে..
আরেকবার খুঁজে ফিরি মাতাল প্রণয়।
জীবনের মাকড়সা জাল ছিঁড়ে ফেলে
চল দুহাতে কুড়াই প্রেমের রোদ্দুর;
অনেকটা সময় কেটেছে ব্যস্ততায়
জীবনের বাকী আছেই বা কতদুর?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।