আমাদের কথা খুঁজে নিন

   

আজ সন্জীব চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী

২.০ মেগাপিক্সেল মোবাইল ক্যামেরায় চলছে। যোগাযোগ <<< photopagol@gmail.com >>>
সন্জীব চৌধুরীর কাছের মানুষ যারা, তাদের মত তো আর আমি অত কিছু জানিনা। আমি তার বায়োস্কোপ এবং গাড়ি চলেনা এই দুইটা গান এ তার গায়কির সাথে পরিচয়। আর আরো অনেক ভালো গান আছে। আমি গান তেমন শুনিনা।

এফ এম রেডিও এর কারণে কয়েকবছর ভালই নানা রকম গান শোনা হয়েছে। আর সন্জীব চৌধুরীর বেশ কিছু গান ভাল লেগেছে। আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ , আমি তোমাকেই বলে দেব , সাদা ময়লা রন্ঙিলা জলে , আমি ফিরে পেতে চাই এমন আরো অনেক গান। তাকে জানার সুযোগ হতে না হতেই একদা শুনলাম তিনি অসুস্থ। তার পর তো তার চলে যাবার খবরই শুনলাম।

বাপ্পা মজুমদারের সাথে তার "দলছুট" এর এলবামগুলো ভালো সাড়া ফেলেছিল। যাই হোক আজ তার ৩য় মৃত্যুবার্ষিকী। ( ধন্যবাদ )
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।