আমাদের কথা খুঁজে নিন

   

আজকের মোবাইল কথনঃ সনি এক্সপেরিয়া ভি

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   সনির পানি এবং ধুলা প্রতিরোধক স্মার্টফোন সিরিজের আরেকটি সদস্য এক্সপেরিয়া ভি। সেটটি এন্ড্রয়েড আইসক্রিম স্যান্ডউইচ চালিত যা জেলিবিনে আপগ্রেড করা যাবে।

১২০গ্রাম ওজনের এই সেটটির পুরুত্ত ১০.৭মিলিমিটার। এতে আছে ৪.৩ ইঞ্চি ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন। সেটটি সাদা, কালো এবং গোলাপি রঙে পাবেন। মোবাইলটি চালাতে থাকছে ১.৫গিগা হার্জ ডুয়েল কোর ক্রেইট প্রসেসর, ১জিবি র‍্যাম এবং ৮জিবি ইন্টারনাল মেমরি । সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে যা দিয়ে আপনি এর স্টোরেজ ৩২জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন।

এতে আছে জিও ট্যাগিং, টাচ ফোকাস, ফেস ও স্মাইল ডিটেকশন, ৩ডি প্যানারমা ফিচার সহ এলইডি ফ্লাস যুক্ত ১৩মেগাপিক্সেল ক্যামেরা, এবং ফুল এইচডি ভিডিও করার সুবিধা। এছাড়াও থাকছে ভিজিএ ফ্রন্ট ক্যামেরা। সেটটিতে আছে ১৭৫০এমএএইচ ব্যাটারি যা আপনাকে প্রায় সাড়ে ৬ঘন্টা টকটাইম এবং ৩৫০ঘন্টা স্ট্যান্ডবাই ব্যাকআপ দিবে। সেটটি ২জি, ৩জি এবং ৪জি নেটওয়ার্ক সাপোর্ট করে। ওয়াইফাই এবং জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে।

এছাড়াও থাকছে টিভি আউট অপশন। এত ফিচার সহ সনি এক্সপেরিয়া ভি এর দাম পড়বে ৩৯,৫০০ টাকা। পাবেন যেকোনো বড় মোবাইল শোরুমে। ফোনটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।