আমাদের কথা খুঁজে নিন

   

লেক গার্ডেন আর মেট্রো রেল, কোলকাতা

আমার ব্যক্তিগত ব্লগ

ট্যাক্সি ওয়ালাকে বললাম রবীন্দ্র সরোবর যাবো। ট্যাক্সিওয়ালা নিয়ে গেল লেকের পাশে এক পার্কে। পরে মেট্রোতে চড়তে গিয়ে দেখেছিলাম, রবীন্দ্র সরোবর এর পাশেই। নাকি একই। লেকের পাশে বসে থাকতে খুবই ভাল লেগেছে।

খুব শান্ত আর নির্মল একটা পরিবেশ। মন ভালো করে দেয়। দূর থেকে দেখছিলাম নৌকায় লেকে ঘুরা যায়। সেটা খুজে বের করে দেখলাম স্পীড বোট, সম্ভবত: বৈঠা দিয়ে চালায়। লেকের পাশে সিমেন্টের বসার জায়গায়।

প্রত্যেকটাতে এক জোড়া টোনাটুনি বসে আছে। এদের সামনে নৌকায় ঘুরবো? ঠিক ইচ্ছা করলো না। হেটে হেটে মেট্রো রেল ইস্টেশনে গেলাম। সিড়ি দিয়ে অনেক খানি নেমে টিকেট কাটার কাউন্টার। তারপর প্লাটফরম।

একটাই, দুপাশে রেলের লাইন। লোকজন দাড়িয়ে আছে। একটা মেয়েকে জিগ্যেস করে জেনেনিলাম পার্কস্ট্রীট যেতে কোন পাশে দাড়াতে হবে। প্লাটফরমের মাঝে কয়েক জায়গায় বসার জায়গা, উপরে লেখা আছে প্রতিবন্ধীতের জন্য। সম্ভবত: এক মিনিটের জন্য দরজা খুলে দাড়ায় রেল।

তাই সবাই একদম প্লাটফরম ঘেসে দাড়িয়ে রইলাম। ট্রেন আসল, আগে নামতে দিলাম তারপর উঠে গেলাম। আসলে হুড়োহুড়ি না করলে সবই এই সময়ে করা যায়। ট্রেনের উপরে লাইন ধরে জায়গার নাম লেখা আছে, কোন কোন স্টেশনে এটা থামবে। নামার আগে এ্যানাউন্স করে কোথায় এসেছে।

সবাই প্রস্তুত হয়ে দরজার সামনে দাড়ায়। রবীন্দ্র সরোবরে উপরে ওঠার জন্য স্কেলিটর আছে, পার্কস্ট্রীটে দেখলাম নেই, বেশ কিছু সিড়ি পার হয়ে আবার উপরে উঠলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।