আমাদের কথা খুঁজে নিন

   

চিনি=টেস্টিং সল্ট



আমার জীবনের একটি ঘটনা তুলে ধরছি। আমি যখন চতুর্থ শ্রেণীতে পড়ি তখনকার ঘটনা। আমার তখন চিনি খাবার প্রতি খুব লোভ ছিল। চিনি দেখলেই শুধু খাইতে চাইতাম। একবার গ্রামের বাড়িতে গিয়েছিলাম।

গ্রামের বাড়িতে এক সন্ধ্যা বেলায় সবাই চা খাচ্ছিল। চা দেখে আমার আবার চিনির কথা মনে পড়ল। আমি এক কাপ চা নিলাম। তারপর চা তে এক চুমুক দিয়ে বললাম: চিনি হয়নি। আরো চিনি লাগবে।

আমার এক ফুপী বলল: চিনি নাও। আমি তো খুশিতে বললাম: চিনি কোথায়?! তখন ফুপী বলল: রান্না ঘরে একপাশে চিনির বয়াম সহ আরো কয়েকটা বয়াম আছে। আমি দৌড়ে রান্নাঘরে গিয়ে চিনির বয়াম খুজতে লাগলাম। এক পাশে দেখলাম ৪-৫ টি বয়াম যার দুটিতে সাদা জিনিস ভরা। আমি লোভে সেই দুটো বয়ামের মধ্যে একটা বয়াম খুলে এক মুট নিয়ে চিনি মনে করে মুখে দিলাম।

সাথে সাথে মুখ তীতা+টক হয়ে গেল। আমি ভাবলাম চিনি এত টক কেন? তারপর দৌড়ে বাথরুমে গিয়ে কুলি করে এসে আমার ফুপীকে গিয়ে বললাম: আমি বয়ামের ভিতর থেকে চিনি খেয়ে দেখি সেটা তীতা। আমার ফুপী বলল: দেখি তুমি কোথ্থেকে তীতা চিনি নিয়েছ?? আমি রান্নাঘরে গিয়ে দেখাতেই আমার ফুপী হেসে কুটি কুটি হয়ে বলল: ওটা চিনি নয়, ওটা টেস্টিং সল্ট। তখন থেকে আমার চিনি খাওয়ার লোভ একেবারেই চলে গেল।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।