আমাদের কথা খুঁজে নিন

   

It's Wonderful Life (1946) ( যে মুভিটার রিভিউ না দিলে আমার রিভিউ জীবন ব্যর্থ )

রেস্টে আছি আপাতত পোস্টানি বন্ধ :D

( গত কয়েকদিনে বেশ কয়েকটা ভাল মুভি দেখেছি । ভাবলাম আস্তে ধীরে রিভিউ লিখা শুরু করব । কিন্তু এই মুভিটা দেখার পর সাথে সাথে রিভিউ না দিয়ে থাকতে পারলাম না । ) তথ্য জানতে, It's a Wonderful Life (1946) ডাউনলোড লিঙ্ক, স্টেজভু লিঙ্ক টরেন্ট লিঙ্ক জর্জ বেইলী ( জেমস স্টুয়ার্ট ) সকলের প্রিয় একজন মানুষ । কস্টে করে গড়ে তোলা জীবনে , শুধু মানুষের উপকার করেছেন ।

যাকে তার শত্রুরাও চেস্টা করে দমাতে পারেনি । সফল স্বামী ,সফল বাবা , সফল বন্ধু । কিন্তু এমন মানুষের জীবনেও আসে খারাপ সময় যখন , তার মাথায় আসে আত্মহত্যার চিন্তা । ভুলে যান তার জীবনটা কত সুন্দর , ভুলে যান তিনি না থাকলে কতজন মানুষ খারাপ দিকে বদলে যেতেন । যাই হোক , তার প্রিয়জনদের ভালবাসা বুঝতে পারেন ,সৃস্টিকর্তা ।

পাঠান এক ফেরেস্তাকে , জর্জের সাহায্যের জন্য । সেই ফেরেস্তা ( এঞ্জেল ) ও আবার কিনা সেকেন্ড ক্লাসের ( যাদের পাখা নেই ) । জর্জকে সাহায্য করতে পারলে সে তার পাখা পাবে , আর জর্জ পাবে তার সুন্দর জীবন । মুভিটার থিমটা আমার কাছে অসাধারন লেগেছে । হয়তো আমি ভাল করে রিভিউ লিখতে পারিনাই ।

কিন্তু এটা গ্যারান্টি দিচ্ছি , মুভিটা সবারই ভাল লাগবে । মুভিটার আরেকটা জিনিস ভাল লেগেছে , এতে মাঝে মাঝে কিছু ছোট খাট মজার দৃশ্য রয়েছে , যার করানে আমার কাছে মুভিটা একটুও বোরিং মনে হয়নি । সবাইকে দেখার আমন্ত্রন জানাচ্ছি । আমার দেয়া যত মুভি রিভিউ পোস্ট একত্রে শুধু মাত্র মুভি রিভিউ এবং ফ্রি মুভি লিঙ্ক নিয়ে ব্লগ সবাইকে দেখার আমন্ত্রন জানাচ্ছি ধন্যবাদ সবাইকে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।