ভবিষ্যত কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার
দুপুরে আরাম করে শুয়ে টেলিফিল্ম দেখছিলাম একটা | চ্যানেল আই এ | নাম টা দেখতে পারিনি কিন্তু ছোট বোন জানাল, নাম "নিউ ইয়র্ক" | কাহিনীটি দেখে বাস্তব মনে হলো,কারণ অনেকদিন আগে প্রথম আলোতে এরকম একটি খবর পড়েছিলাম মনে হচ্ছে,যদিও আমি জানিনা টেলিফিল্মটির শেষ অংশটুকু বাস্তবের ওই ঘটনার সাথে মিলেছে কিনা | আমাদের দেশের মিডিয়া যত যত্ন নিয়ে প্রথমবার খবর প্রচার করে ,পরে সেটির কি হলো তা কমই জানা যায়|
কাহিনী সংক্ষেপে এরকম : বাবা(চঞ্চল) মা(নওশীন) আর বাচ্চা নিউ ইয়র্ক যায় অবৈধ ভাবে, সেখানে প্রথম বাবা অনেক কষ্ট করতে থাকে, ক্লিনিং এর কাজ করতে থাকে| তখন এক বাংলাদেশী হৃদয়বান মালিক তাকে আরো বড় কাজের সুযোগ দেয় | যখন এ জীবনটা তাদের জন্য সুখ আনছিল, ঠিক তখনই একটা দুঃসংবাদ আসে যে তার বাচ্চাটি একটা ভয়ানক রোগে অসুস্থ ,যার জন্য প্রচুর টাকার দরকার এবং এর চিকিত্সা আমেরিকা ছাড়া কোথাও নেই | অত টাকা বাবা মার নেই ,তাই বাবা ঠিক করে আমেরিকা তে ফ্রী চিলড্রেন ট্রিটমেন্ট এর একটি প্রোগ্রাম এ সাহায্য চাইবে | মা ভয় পেয়ে যায় কারণ তারা অবৈধ ভাবে আমেরিকা থাকছে | তবুও বাবা বাচ্চার মুখের দিকে তাকিয়ে আবেদন করে এবং যথারীতি পুলিশ এর নজর এ আসে | বাবাকে আটক করা হয় এবং মা কেও যেকোনো সময় আটক করা হতে পারে বলা হয় | মা সারাদিন আল্লাহকে ডাকতে শুরু করে,এমন সময় প্রবাসী বাংলাদেশীরা অনেক আবেদন করে এবং আমেরিকার এক পুলিশ এর সহায়তায় তারা ৩ বছরের এক্সটেনসন পায় এবং বাচ্চাটার চিকিত্সা চলতে থাকে |
যখন ৩ বছরের এক্সটেনসন পায় তখন আমেরিকার পুলিশ বাবাকে কিছু কথা বলে : "I've seen so many people around the world,but the way you Bangladeshis' care for each other is awesome. What Bangladeshis' are made of??" (আমি অনেক দেশের মানুষ দেখেছি, কিন্তু বাংলাদেশীরা একে অন্যের জন্য যেভাবে চিন্তা(care) করে তাতে আমি মুগ্ধ | বাংলাদেশীরা কি দিয়ে তৈরী? )
ঠিক এই জায়গাতে আমার হাসি পাচ্ছিল | কি দিয়ে আবার! মনে পড়লো কিছু সাম্প্রতিক ঘটনা | হাসিনা খালেদার জন্য চিন্তা(care) করলো আর খালেদা বাড়ি ছেড়ে হরতাল দিয়ে মানুষের চিন্তা(care) করলো (আমি কোনো দলকেই দেখতে পারিনা), ঈভ টিসাররা অসহায় মেয়েদের চিন্তা(care) করছে,............. ধুর!!!! এত শেষ হবেনা |
আমি মুসলিম নই,তাই কুরবানীর চেতনা সঠিক জানিনা ,কিন্তু একটা চেতনা আমার ভালো লাগে যে এইদিন দুপুর বেলায় অনেক গরিব মানুসকে মাংস দেয়া হয়,অনেকে সাহায্য ও করে | এরকম একদল মানুষ আমার বাসার একটু সামনে একটি বাড়িতে ঢোকার চেষ্টা করছিল ,কারণ সেই বাড়ির মালিক ও কুরবানি দিয়েছে | কিন্তু মালিক মানুষগুলোকে যে ভাষায়!! স্বাগতম জানালো,বুঝলাম বাড়ির মালিক নিজের চিন্তা করছে | ওরাও বুঝলো তাই চলে গেল | এতে তো খারাপ কিছু নেই, সে তো চিন্তা ঠিকই করেছে, হোক না নিজের !!!!!!!!!
so,What BANGLADESHIS' ARE MADE OF? বাংলাদেশীরা কি দিয়ে তৈরী............... আমি তো জানিনা....
(N.B: আমি বাংলা লেখায় পারদর্শী নই ,হঠাত মনে হওয়া একটা অনুভুতি শেয়ার করার চেস্টা করলাম, কারও খারাপ লেগে থাকলে,অথবা বানান ভুল গিয়ে থাকলে দুঃক্ষিত)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।