আমাদের কথা খুঁজে নিন

   

ফের গাছ কাটছে জাবি প্রশাসন



জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছুটির মধ্যে ফের গাছ কাটা শুরু করেছে প্রশাসন। ঈদুল আজহা উপলক্ষে গত ১০ নভেম্বর থেকে ক্যাম্পাস ছুটি থাকায় সোমবার গাছ কাটতে শুরু করেছে প্রশাসন। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট সংলগ্ন সড়ক দ্বীপের প্রায় ২০টি দেবদারু ও ঝাউগাছ কেটে ফেলা হয়েছে এবং আরো ৩০টি গাছ কাটার প্রস্তুতি চলছে। এর আগে গত ১০ জুন গ্রীষ্মকালীন ছুটির মধ্যে গাছ কাটা শুরু করলে বিভিন্ন বিভাগের শিক্ষকরা গাছের গোড়ায় অবস্থান ধর্মঘট শুরু করলে প্রশাসন গাছ কাটা বন্ধ রাখে। বিশ্ববিদ্যালয় বন্ধের সুযোগে ফের গাছ কাটার সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধিসহ ঢাকা-আরিচা মহাসড়ক থেকে প্রধান ফটক পথে যেন শহীদ মিনার দেখা যায়, এ জন্য গাছ কাটা হচ্ছে।'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।