ভনে ২য় সংখ্যা বের হলো
সরসিজ আলীম
ভনেÑ একটি গ্রন্থচিন্তার কাগজ। ভনে ২য় সংখ্যা বের হলো। এই সংখ্যায় লিখেছেন, প্রবন্ধ: শিশির আজম। গল্প: আন্না পুনম, গাজী তানজিয়া। প্রথম বই প্রকাশের স্মৃতি লিখেছেন সুফিয়া বেগম, চঞ্চল শাহরিয়ার, চন্দন চৌধুরী, কাফি কামাল।
ম্যাগ আলোচনা করেছেন মুকুল মল্লী। বই আলোচনা করেছেন মজনু বৃদ্ধ বিশদ, সৌম্য সরকার। কবিতা লিখেছেন শাহনাজ নাসরিন, মনির ইউসুফ, শুভ্রনীল সাগর, সুদীপ্ত শাহীন, হামিদা আখতার। এ সময়ে প্রকাশকের ভাবনা নিয়ে লিখেছেন নিশাত জাহান রানা। আর বই বিষয়ক প্রতিবেদন, লেখকদের বিশেষ খবরাখবর তো আছেই।
২৩ নভেম্বর ২০১০ হতে কাঁটাবন কনকর্ড এম্পোরিয়ামের প্রতি শুক্রবারের বইয়ের হাটে, আর মঙ্গলবার ছাড়া প্রতিদিন ‘জয়তী’ ও ‘মধ্যমা’তে এবং আজিজ মার্কেটের ‘লিটলম্যাগ প্রাঙ্গণে’ ভনের ২য় সংখ্যা পাওয়া যাবে।
ভনে ৩য় সংখ্যা ডিসেম্বর ২০১০ জন্য লেখা পাঠান। আপনার প্রিয় মুক্তিযুদ্ধের বই নিয়ে লিখুন। আপনার যে কোন প্রিয় বই নিয়ে লিখুন। নভেম্বর ২০১০ মধ্যে লেখা পাঠান।
আপনার প্রিয় বইয়ের তালিকা পাঠাতে পারেন। আপনার বই ও ম্যাগটি আলোচনার জন্য ২ কপি করে পাঠাতে পারেন। আপনার বইয়ের বিজ্ঞাপন দিতে পারেন। আপনার প্রকাশনীর ২১শে বইমেলা ২০১১তে প্রকাশিত বইয়ের তালিকা দিতে অনুরোধ করছি।
বাংলাদেশে এই প্রথম একটি পূর্ণাঙ্গ গ্রন্থচিন্তার কাগজ_Ñ ভনে।
ভনে প্রতিমাসে বের হচ্ছে। ভনের ওয়েব সাইটটি চালু হবে ১৫ ডিসেম্বর ২০১০। জানুয়ারি ২০১১ থেকে বর্ধিত আয়তনে বের হবার জন্য প্রস্তুত হচ্ছে। ভনের সহায়তায় এগিয়ে আসুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।