কোন কিছু জয় করিনি। মহাকাব্য রচনা করিনি। কিছু আবিস্কারও করিনি। হাজার হাজার কোটি কোটি লোক যে কাজটি করেছে সে কাজটিই করতে যাচ্ছি। তারপরও কেমন যেন একটু গর্ব অনুভব করতেছি।
আজেন্টিনা-ব্রাজিল মেসি-রবিনহো,রোনালদিনহোর খেলা সরাসরি মাঠে গিয়ে গ্যালারিতে বসে দেখতে যাচ্ছি এতেই কেমন যেন নিজেকে সৌভাগ্যবান মনে করছি। বাংগালীর রক্ততো অল্পতেই খুশি। খুব খুশি!!!
তয় আরো একটু খুশি হবো যদি আজ আজেন্টিনা জিততে পারে! আর্জেন্টিনার বিজয়ে টিভির সামনে বসে উল্লাস করেছি। আজ সরাসরি গ্যালারীতে বসে যেন সেই উল্লাসটুকু করতে পারি!
আপনাদের শুভকামনার আশায় রইলাম।
আজেন্টিনা-ব্রাজিল
স্থানিয় সময় রাত : ৮ ঘটিকা
বাংলাদেশ সময়: রাত ১১ ঘটিকা
তারিখ: ১৭ নভেম্বর ২০১০।
স্থান: খলিফা স্টেডিয়াম, দোহা, কাতার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।