আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ মোবারক। কলার টিউন এর মানে কি?? কেউ কি আমাকে বুঝিয়ে দিবেন??

...চিরদিন কাহারো সমান নাহি যায় .... আজ যে বড়লোক কাল সে ভিক্ষা চায়............

সবাইকে ঈদ মোবারক। আমি মনে করেছিলাম কলার টিউন বা কল্ব্যাক টিউন এক ধরনের সুর বা গান যা টুট শব্দের বদলে কলার কে গান শোনায়। কিন্তু বাস্তব অভিজ্ঞতা ভিন্ন কথা বলে। কতক্ষন রিং হয় ৩০ সেকেন্ড আর আমরা যাকে কল করি সাধারনত ১৫/২০ সেকেন্ড পর কল রিসিভ করি। যাইহোক আমার মোবাইলে কল করার সময় কলার কি শোনে জানেন " এই গানটি কলার টিউন করতে ডায়াল করুন ইত্যাদি ইত্যাদি" তা প্রায় ১৪ সেকেন্ড ধরে। হায়রে বেনিয়ার দল টাকা দিব আমি একটি সেবার জন্য, আর সে করতেছে আমার টাকায় বিজ্ঞাপন এর নাম কলার টিউন!!!!!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।