আমাদের কথা খুঁজে নিন

   

আরব আমিরাতে কানাডীয়ানদের ভিসা লাগবে



আরব আমিরাতে কানাডীয়ানদের ভিসা লাগবে নতুনদেশ ডটকম মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাতে ভ্রমনে এখন থেকে কানাডীয়ান নাগরিকদের ভিসা নিতে হবে। আগামী ২ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ইতিমধ্যে অটোয়ায় আরব আমিরাতের দূতাবাস এই সংক্রান্ত নোটিশ জারি করেছে। আমিরাতের এয়ারলাইন্স আমিরাত এবং ইত্তেহাদকে অধিকতর সুযোগ সুবিধা দেওয়ার প্রশ্নে মধ্যপ্রাচ্যের এই দেশটির সঙ্গে কানাডার সাম্প্রতিক বিরোধের জের ধরেই আমিরাত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। বর্তমানে কানাডা, যুক্তরাষ্ট্র,অষ্ট্রেলিয়া,জাপান,ফ্রান্সসহ ৩০টি দেশের নাগরিকদের আরব আমিরাত ভ্রমনের ক্ষেত্রে কোনো ধরনের ভিসার প্রয়োজন হয় না।

কেবলমাত্র পাসপোর্ট হলেই এই দেশটিতে ভ্রমন করা যায়। এর আগে আমিরাত সরকার মধ্যপ্রাচ্যের দুবাইয়ের আল মিরাজ থেকে কানাডার সামরিক স্থাপনা উঠিয়ে নেওয়ার নির্দেশ দেয়। সরকারের একটি সূত্র মিডিয়াকে বলেছে,আল মিরাজ থেকে কানাডীয়ান সামরিক স্থাপনা গুটিয়ে নিতে কানাডা সরকারের ৩০০ মিলিয়ন ডলার ব্যয় হবে। সরকারি সূত্র অবশ্য স্বীকার করেছে, নতুন ভিসা বাধ্যবাধকতায় মধ্যপ্রাচ্যের সঙ্গে কানাডার ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রতিক্রিয়া হবে। তবে সরকার আমিরাত সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।