ইসলামের পথে থাকতে চেষ্টা করি...।
হজ পালনে সারাবিশ্ব থেকে সমবেত লাখো মুসলমান মঙ্গলবার মিনায় শয়তানের প্রতি পাথর নিক্ষেপের পরে পশু কোরবানি দিয়ে ঈদুল আজহা পালন করছেন।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এবং বাংলাদেশের চট্টগ্রাম, চাঁদপুর, পটুয়াখালী, বরগুনা ও মাদারীপুরের বিভিন্ন গ্রামেও এদিন ঈদ উদযাপিত হচ্ছে।
আরাফাতের ময়দানে সোমবার ইবাদতের পর হাজিরা মিনায় ফিরে জামারাতে প্রতীকী শয়তানের প্রতি পাথর নিক্ষেপ করেন। এরপর পশু কুরবানি করে কাবায় ফিরে শেষ করছেন হজের আনুষ্ঠানিকতা।
২০০৬ সালে শয়তানের প্রতি পাথর নিক্ষেপ করার সময় ভিড়ের চাপে ৩৬৩ জন হাজি মারা যান। তবে জামারাতে পাঁচতলা বিশিষ্ট হাঁটাপথ এবং বর্ধিত স্তম্ভ তৈরি করার পরে এই ধরনের আর ঘটেনি।
সোমবার আরাফাতের ময়দানে খুতবা শোনা ও ইবাদত-বন্দেগিতে হজের মূল অনুষ্ঠান পালন করেন প্রায় ২৫ লাখ মুসলিম। আগের দিন কাবা শরিফ তাওয়াফের (প্রদক্ষিণ) মধ্য দিয়ে হজ অনুষ্ঠান শুরু হয়। হজ পালনরতরা এরপর মিনায় যান।
সেখান থেকে তারা আরাফাতের ময়দানে যান।
এরাব বাংলাদেশ থেকে প্রায় ৯৩ হাজার জন হজে গেছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।