আমাদের কথা খুঁজে নিন

   

আমি কেন এত ন্যাকা???????????

আমার কথা সিরিয়াসলি নিয়া বাঁশ খাইলে নিজ দায়িত্বে বাঁশ খাইয়েন আমি আগে খানিকটা গন্ডার প্রকৃতির মানুষ ছিলাম। কেউ কিছু বললে আমার খুব একটা গায়ে লাগত না। কিন্তু ইদানীং কেমন জানি উদাস-উদাস লাগে। আগে যেসব ব্যাপার চরিত্রে ছিল না,তাও এখন আমার চরিত্রে যুক্ত হয়েছে। আজকাল কিছু হলেই বাংলা সিনেমার নায়িকাদের মত গোস্বা করে নাক ফুলানো শুরু করেছি।

কেউ উল্টা-পালটা বললেই বাথরুমে গিয়ে কান্না কাটি করেও একাকার করছি। আমিতো এত ন্যাকা কখনই ছিলাম না। নিজের এই ব্যাপারগুলো দেখে নিজেই বিস্মিত। এক বন্ধুকে এই ব্যাপারে বলতেই সে আমাকে বলল,এইসব নাকি বয়সের দোষ। কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে।

কবে ঠিক হবে কে জানে?আমার ন্যাকামি তো বেড়েই চলেছে। আমি আজকাল অতি অল্প-শোকে পাথর হয়ে যাচ্ছি। এই যেমন,গত দুইদিন আগে আমার এক বন্ধু আমার সম্পর্কে উল্টা-পাল্টা কথা বলল। তার ধারণা সে যাকে পছন্দ করে,সেই ছেলে নাকি আমাকে পছন্দ করে। এই খবরটা আবার সে আমাদের আরেক বান্ধবিকে বলল।

এই কথাটা যে আমি নতুন শুনলাম তা কিন্তু না। আমি আগেও তার মুখ থেকে এই কথা শুনেছি। সাধারণত মানুষের সাথে ক্যাচার করতে ভালো লাগেনা। তাই সব সময়েই সে যা হাবিজাবি বলত তা শুনে যেতাম। যদিও সে আমাকে দোষ দিচ্ছে না।

দোষ দিচ্ছে সে যাকে পচ্ছন্দ করে সেই মানুষটাকে। তবুও বিরক্ত লাগত। কারন,আমার বন্ধু আমাকে তার ঝামেলার সাথে জড়িয়ে ফেলছে। তারপরও কিছু বলতাম না। কিন্তু সেদিন যে কি হল কে জানে?কথাগুলো শোনার সাথে সাথে কান্না আসল।

তবুও কিছুক্ষন কান্না চাপিয়ে রেখে স্বাভাবিক ভাবে কথা বলার চেষ্টা করলাম। অতপর কথা শেষ করে ক্ষাণিকক্ষণ ওয়াশরুমে গিয়ে ভ্যা-ভ্যা করলাম। রাতে ঘুমানোর সময় পুরো ব্যাপারটা নিয়ে চিন্তা করলাম। আমি ১০০% ভাগ নিশ্চিত,আমার বান্ধবী আমার ব্যাপারে যা বলেছে তা পুরোপুরি ভুল। তার পছন্দের পাবলিক কোন দুঃখে আমাকে পছন্দ করতে যাবে?আর এই সামান্য কথা নিয়ে আমার মন খারাপ করারই বা কি আছে?আমি কেন বেকুবের মতন কান্না কাটি করছি?আমার কি??????? এইসব সাত-পাচ ভেবে মনটা আবার নিজে থেকেই শান্ত হয়ে গেল।

কিন্তু একটা খচ-খচানী লেগেই থাকল। আমিতো এত ন্যাকা ছিলাম না। এই আকস্মিক ন্যাকামী উপসম করার উপায় কি? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।