শাফিক আফতাব------- স্পষ্ট দেখতে পেতাম, যাদুকর ডিম থেকে নিমিষেই হাতে ছানা ফুটালো, ছানা থেকে নিমিষেই কড়কড়া দশ টাকার নোট, আরেক যাদুকরের পেটে শানিত ছুরি ঢুকে দিয়ে উপস্থিত দর্শককে বাগিয়ে টাকা তুললো। বস্তুত সেই যাদুকর আমি আজ নিজে, যেখানেই হাত দেই, সেটারই আকার পরিবর্তন হয়। যদি বস্তুটির রঙ থাকে সাদা, আমার হস্তষ্পর্শ লেগেই সেটা লাল কিংবা কালো হয়ে যায়, যদি ফুটন্ত ফুলের গাছে হাত দেই ফুলগুলো সব ঝরে পড়ে যায়, যদি কোনো বৃক্ষে ঝুলে থাকা কোনো ফলে হাত দেই, সেটা বোটা থেকে আলগা হয়ে ভূপৃষ্ঠে পড়ে, যদি ভালো উচ্চতর ডিগ্রি নিয়ে কোথায় হাজির হই, কর্তৃপক্ষ বলেন বড় দেরি করে ফেলেছেন, যদি কাউকে বিশ্বাস করে কাছে যাই, গচ্ছিত ধন রাখি, ধরুণ কিছু টাকা, তবে সেই রাতারাতি বিশ্বাসঘাতকের ভূমিকায় অবতীর্ণ হয়, যদি কাউকে ভালোবেসে বুকে টানি, সে দুর্বলতা ভেবে কষ্ট দিতে শুরু করে। যদি অমায়িক মানবতাবাদী ভেবে সালাম ঢুকি, পরদিন দেখি গণধর্ষণের এক নং আসামী সে, প্রতারক আর শীর্ষ সন্ত্রাসীর তালিকায় সে স্থায়ী কমিটির সদস্যের মধ্যে আছেন। আমি এমন এক যাদুকর, আমার স্পর্শে বস্তুর আকার আকৃতি রঙ, ঢং সবকিছুরই পরিবর্তন হয়। অফিস শেষে বাসায় এসে সফেদ বিছানায় গা এলালে দেখি প্রিয়তমাও রঙ বদল করেছে, আমাকে মেকি মিথ্যে আর অলিক ভালোবাসার গুচ্ছ গুচ্ছ শব্দে কামাতুর করে তুলছে ! আয়নায় নিজের মুখ দেখি, বলি : তুমি তাহলে অলৌকিক যাদুকর হয়ে উঠলে!! ১২.০৫.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।