আমাদের কথা খুঁজে নিন

   

ওরে বাবা রে.... ম্যাডাম কত ধনী রে বাবা.. টাসকি খাইছি।

একজন নির্ভিক পুংটার কোন বন্ধু নেই।

আমি তো টাসকি খাইছি ম্যাডামের ঘর-বাড়ি, শান-শওকত, চাকর-বাকর, ধন-সম্পদ, ইত্যাদি ইত্যাদি দেখে। মিডিয়ার বদৌলতে আমার সবাই একটি আলিশান বাড়ি দেখার সুযোগ পেলাম। তবে তার বেড সাইড ড্রয়ারে পাওয়া মেগাজিন গুলোর বিষয়ে খটকা লেগেছে। বয়সকালে আমিও এই সব বই একটু আধটু দেখেছি ।

তবে এমন ভাজ না ভাঙা অবস্থায় একেবারে নতুন বই দেখে একটু উল্টে দেখবার লোভ হচ্ছে। যারা এই মেগাজিন কিনে এনে ড্রয়ারে রেখেছে, তারাও মনে হয় একবারে জন্য খুলে দেখারও সময় পায়নি। বাঙালী গাজা খায় তবে চাবায়ে খায় না, টাইনা টাইনা খায়। মিডিয়ার বদৌলতে আজ মেডামের শয়নকক্ষ দেখতে পেলাম। তবে মেডামের বেডরুমে বিএনপির কোন কোন নেতা বসবার-ঢুকবার সুযোগ পেয়েছে তা মিডিয়ায় বলেনি।

আমারতো মনে হয় ম্যাডাম তার খাশ চাকরানী ছাড়া আর কাউকেই তার শোবার ঘরে ঢুকতে দেননি। তিনি যে মেজাজী-দেমাগী মহিলা। তবে মজা লাগলো বিএনপির কয়েকজন টাল নেতা সংবাদ সম্মেলনে বলছেন মেডামের বেডরুমে আগে কি ছিল আর এখন কি আছে এই বিষয়ে নানার বক্তব্য। ছাগল কি গাছে ধরে। আইচ্ছা আপনারা যারা মেডামের বেডরুম সম্পর্কে কথা বলছেন তারা কজন এই বেডরুমে পূর্বে প্রবেশ করেছেন খুব জানতে ইচ্ছে করে।

একদিন পর ঈদ... আসুন গাঞ্জা টাইনা ফুর্তি করি। আমার এই লেখাটি...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।