http://www.facebook.com/Kobitar.Khata
আমরা সবাই ভালবাসি তালগাছ। আমি ভাবি তালগাছটা আমার, আপনি, মানে যে এই লেখা পড়ছেন সেও নিশ্চয় ভাবছেন তালগাছ আপনার।
হাসিনা ভাবে তালগাছটা তার, খালেদা ভাবে তালগাছটা তার
নাস্তিক ভাবে তালগাছটি তার, আস্তিক ভাবে তালগাছটি তার
আমজনতা ভাবে তালগাছটি তার, শাসক শ্রেনী মনে করে তালগাছটি তার।
অর্থ্যাৎ আমাদের সবার মনের ভাবনা একটি গাছকে ঘিরে। আর সেই গাছটি তালগাছ।
কবিও বলেছেন-
তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে
উঁকি মারে আকাশে
সুতরাং সেই তাল গাছকে জাতীয় গাছ ঘোষনা না করে কেন আম গাছকে জাতীয় গাছ ঘোষনা করা হলো তা আমার বোধগম্য হলো না।
এই ঘোষনার মাধ্যমে তাল গাছকে যেমন অপমান করা হলো সেই সাথে তাল গাছকে আমরা যারা নিজেদের সম্পত্তি বলে মনে করি তাদেরকেও অপমানিত করা হলো।
আমরা এহেন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।