আমাদের কথা খুঁজে নিন

   

নাম তার ফারহানা . Frnd Request পেয়ে আমি আনন্দে আটখানা .

www.facebook.com/omith.hasan.9

নাম তার ফারহানা . Frnd Request পেয়ে আমি আনন্দে আটখানা . ঝাক্কাস চেহারাটা, টানা টানা চোখ . Message তো পাঠালামই, সেই সাথে Poke . এই করে কেটে গেল দিন দশ-বারো . একদিন ফারহানা Onlineএ এলো . “Hi” দিয়ে করলাম chat start . ফারহানা মেয়েটা Damn Smart . সাথে সাথে রিপ্লাই “Wassup Dude” . ঠাস করে ভাগ্যকে দিলাম Salute . “কিসে পড়, বাসা কই” চ্যাটিং শুরু . ভয় নেই আছে আমার Google গুরু . লাখো লাখো টিপস সেথা মেয়ে পটানোর . আমার তো নেই ভয় কথা ফুরানোর . কিছুক্ষন চ্যাট করে বলে “Dude byee” . “ক্লাস আছে সকালে ,যেতে হবে তাই” . “ok friend, good night কথা হবে কাল” . তার কথা ভেবে ভেবে হল যে সকাল . পরদিন চ্যাট হল ঘন্টা দু’য়েক . এই করে কেটে গেল সপ্তাখানেক . বহু কথা, বহু গানে দুটি মন কাছে . Facebook Friend এর চেয়ে আপন কে বা আছে ? . সাহসেতে একদিন বুক বেধে তাই . বললাম, ‘জান, তোমার Number টা চাই” . রেগে-মেগে একাকার হল ফারহানা . সেই সাথে শোনাল কথা দশখানা . ফ্রেন্ডদের কাছে শেষে উপদেশ চাই . বলে তারা Fake ID র অভাব তো নাই . “ধুর” বলে উপদেশ দিলাম উড়িয়ে . ফারহানা কি পারে দিতে মন গুড়িয়ে? . গৃহকোণ, PC on, দিলাম Sign in . সাদাকালো লাগে যা ছিলো যে রঙিন . Left Click ডানপাশে Pepole you may know . বুক ফেটে বের হল, “OH GOD, NOOOOOOO” . শত শত ID তে সেই মুখখানি . কখনো সে ফারহানা, কখনো সে রানী . সেই ছিলো আমার 1st online ছ্যাকা . পরেও খেয়েছি বহু তাই ফুরোবে না লেখা!!!!....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।