জনৈক গরু এবং খাসির মধ্যে ফেসবুক চ্যাটিং
(ইউনিকোড বাংলা ফন্ট ব্যবহার করে)
গরু : হাই!
ছাগল : হ্যল্লু!
গরু: আছ কেমন?
ছাগল : ভালো ভাইয়া। তুমি কেমন? অনেকদিন পর। ফেসবুক-এ আছ না নাকি?
গরু: আর ফেসবুক। যে ফেস চিরস্থায়ী না সে ফেস নিয়ে আবার ফেসবুকে আসি কিভাবে?
ছাগল : কেন ভাইয়া? কি হল?
গরু: ঈদ এসে গেছে দেখ না?
ছাগল: হঁ্যা, ভাইয়া দিলে তো মনটা খারাপ করে। কি যে কষ্ট হয় ভাবলেই।
গরু: হুমম। আমার স্টেটাস দেখেছ না আজকে?
ছাগল : কোনটা ভাইয়া?
গরু: নেও, পড়, এই যে এইটা : 'হায় ঘাস! সবুজ রঙের ঘাস। আমি চলে যাব, তোরা কি সেটা চাস?
ছাগল : ভাইয়াঃআ আ আ আ আ আঃ
গরু: কি হল খাসিমণি?
ছাগল : মনটা খারাপ হয়ে গেল ভাইয়া। কান্না করতে ইচ্ছে করছে।
গরু: না কান্না কর না।
কান্নায় শুধু জল বাড়ে। বল বাড়ে না।
ছাগল : এইবার তো আমাদের ওপর দিয়ে ঝড় যাবে বেশি। তোমরা তো অ্যানথ্রাক্স গুজবে পার পেয়ে যেতে পার।
গরু: তা পারি।
কিন্তু সেটা কাল, পরশু থেকে ক্লিয়ার হবে।
ছাগল : ভাইয়া। এই যে দুনিয়ায় আসলাম আমরা। কোনও ক্রিয়েটিভিটি তো রেখে যেতে পারলাম না। উল্টো অপবাদ নিয়ে যেতে হচ্ছে।
আমরা নাকি কি-না খাই। আমরা কি খেলাম বলত? আমরা কি তাদের মতো ঘুষ খাই। আরেকজনের টাকা মেরে খাই?
গরু: আরে মানুষের কথা আর বল না। তারা পারেই শুধু অপবাদ দিতে।
ছাগল: হুমম।
দেখ, তাদের এত এত কাজ আমাদের দিয়ে হয়। তা-ও তাদের কৃতজ্ঞতা বোধ নেই। তাদের বইতে আমাদের নিয়ে একটা প্রবন্ধ রচনাও স্থান করে দিল না।
গরু: আরে, দূর। রচনা লিখলেই কী সম্মান দেয়া হয়ে গেল? আমাদের নিয়ে তো রচনা লিখেছে।
তাতে কি এসে গেছে? আমাদের তো গালি হিসেবে ইউজ করে।
ছাগল: তা অবশ্য ঠিক। একদিকে অল্প সম্মান, অপরদিকে বিরাট অসম্মান। একেবারে গরু মেরে জুতা দান আর কি!
গরু : ঠিক বলেছ।
ছাগল: ভাইয়া তোমার প্রোফাইল পিকচারটা কিন্তু জোশ হয়েছে।
কোথায় তোলা?
গরু: ও! থ্যাংক্স। এটা আমি চৌধুরীবাড়ীর পেছনে ঘাস খাচ্ছিলাম তখন এক ফটোগ্রাফার তুলেছে। আমি তাকে বলেছিলাম আমার এড্রেসে ই-মেইল করে দিতে। দেয়নি। পরে এটা এক পত্রিকায় ছাপা হওয়ার পর আমি সেখান থেকে ডাউনলোড করেছি।
ব্যাটা আবার কপিরাইট দিয়ে রেখেছে।
ছাগল : কি কপি ভাইয়া? বাঁধাকপি? আমি না বাঁধাকপি খুব পছন্দ করি।
গরু: আরে না। কপি না কপিরাইট মানে স্বত্ব।
ছাগল: কোন স্বত্ব ভাইয়া? আমসত্ত্ব? আমি না আমসত্ত্ব খেতে অনেক ভালবাসি।
গরু: দূর। ওইসব তোমার বোঝার কথা না। বাদ দাও। ছাগল জানি কোথাকার!
ছাগল : ভাইয়াঃ
গরু: কি?
ছাগল : আপনি আমাকে ছাগল বলতে পারলেন? খুব কষ্ট পেলাম।
গরু : কি বলব তোমারে? সহজ কথা যারা বোঝে না।
তাগো তো ছাগলই বলে।
ছাগল : ঠিক আছে আপনার যা খুশি বলেন। তবে একটা কথা সব প্রাণীই আসলে মানুষের মতো। মায়া মমতাহীন।
গরু : হুমম।
তরে কইছে। তুই বেশি জানস। যা ভাগ।
ছাগল : ভাইয়া।
গরু: ওই আবার কি হইল।
ছাগল : থ্যাংক ইউ।
গরু: ক্যান?
ছাগল: এই যে আপনি আমারে বাঘ বল্লেন।
গরু: আরে ছাগল আর কোন ছাগল। ওই তুই চোখের সামনে থেকে যা। আমার কাজ আছে আমার বিদেশী বন্ধু উট অনলাইনে আইছে।
তার লগে কথা কমু।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।