আমাদের কথা খুঁজে নিন

   

যদি এটাকে বেঁচে থাকা বলে

মানুষ তার আশার সমান বড়...
বন্ধু কি খবর বল? কতোদিন দেখা হয়নি? ছুটির দিনে বন্ধুদের মিস করিনা। তবে, অনুভবে তারা হানা দেয় প্রায়শই। এবার ছুটিতে বাড়ি যাচ্ছি না। যাচ্ছি উত্তরে। একেবারে সীমান্ত বরাবর।

নিষেধ করার কেউ নেই। মা জানেন আমাকে। সেদিক থেকে কোন অসুবিধে হলো না। সবকিছু এতোদিন জট পাকানো ছিলো। জটগুলো সব খুলে যাচ্ছে।

অনেকদিন পর সুন্দর একটা ছুটি উপভোগ করবো। যদিও ঈদ উদযাপন করা আমার হয়ে ওঠে না। সে-ই কবে ঈদের নামাজ পড়েছি, তা মনে পড়ে না। ধার্মিক কিবা অধার্মিক ঈদ উদযাপন করা বলতে বুঝে/বুঝায় ঈদের নামাজ পড়ে কোলাকুলি, অতপর, পড়শীদের বাড়ি যাতায়াত। আমার তেমন উদযাপন হয়ে ওঠেনা।

ছুটির দিনগুলো আমি আমার মতো উপভোগ করি। নিজের মতো থাকি। আড্ডা মিস হয়না কখনোই। টুয়েন্টি নাইন থেকে শুরু করে ডাঙ্গুলি খেলি সুযোগ মতো। ১৫ তারিখের টিকেট পেয়েছি।

যাবো দিনাজপুর, ঠাকুরগাও, তারপর ঘুরে রংপুর, গাইবান্ধা, আবার একটা ছোট ঘুরতি পথে যাব কুড়িগ্রাম। সেখান থেকে নির্ঝর রাজশাহী গেলে যেতে পারি রাজশাহী, ঐটা বাদ পড়লে যাব চট্টগ্রাম। যতদিন ভালো লাগে, থাকতে পারি। অনেকদিন ছবিটবি তোলা হয়না। মন ভরে ছবি তুলবো।

চোখ ভরে সবুজ খাবো। শিশির ছুঁবো। মানুষের মাঝে নিজেকে মেশাবো। কতোদিন খাঁটি মানুষ দেখি না...।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।