আমাদের কথা খুঁজে নিন

   

কেন এই আত্নহত্যার মিছিল?? জীবন কি এতটাই মূল্যহীন হয়ে গেল??

জেলখানাতে যাওয়া প্রত্যেক বালেগ নর-নারীর জন্য অবশ্যই প্রয়োজনীয়।
রাজধানীর ১৯নং পশ্চিম মালিবাগে কেয়া প্রিয়া নামে ছাত্রী হোস্টেলে বিষপানে আত্মহত্যা করেছে তারানা শিরিন ওরফে জেরিন (১৮) নামের এক কলেজছাত্রী। একই সঙ্গে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে তানিয়া সুলতানা তানিশা (১৮) নামের অপর এক ছাত্রী। আশঙ্কাজনক অবস্থায় তানিশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় হোস্টেল পরিচালিকা সালেহা বেগম ও তার স্বামী আব্দুর রাজ্জাককে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। সালেহা বেগম জানান, সিদ্ধেশ্বরী মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী এইচএসসি পরীক্ষার্থী জেরিন ও শাহজাহানপুর মির্জা আব্বাস ডিগ্রি কলেজের ছাত্রী তানিশা দ্বিতীয় তলায় হোস্টেলের রুম ভাড়া করে থাকত। রাত সাড়ে ৮টায় তারা একসঙ্গে বাইরে থেকে হোস্টেলে আসে। তাদের হাতে গিফটবক্সের মতো একটি প্যাকেট ছিল। রাত আড়াইটার দিকে তাদের গোঙানির শব্দ শুনে সালেহা বেগম ও অন্য রুমের ছাত্রীরা এসে বিছানার ওপর তাদের পড়ে থাকতে দেখে।

তাদের মুখ দিয়ে কীটনাশক জাতীয় ওষুধ গড়িয়ে পড়ছিল। এ সময় তাদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিত্সকরা জেরিনকে মৃত ঘোষণা করেন। তানিশার অবস্থা আশঙ্কাজনক।

তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। রমনা থানার এসআই আশরাফুজ্জামান জানান, কক্ষ থেকে ৩টি কীটনাশকের বোতল, ডায়েরি ও কাগজপত্র উদ্ধার করা হয়েছে। প্রেমঘটিত কোনো কারণে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে তিনি মন্তব্য করেন। দুই ছাত্রীর মোবাইল ফোনের কললিস্ট পরীক্ষা করে তদন্ত চালানো হচ্ছে। তিনি বলেন, দু’জনের একসঙ্গে বিষপান করার বিষয়টি সন্দেহজনক।

একই কক্ষে একই সঙ্গে দু’জনের বিষপানে আত্মহত্যার চেষ্টা বিরল ঘটনা। বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা তার তদন্ত চলছে বলে জানান তিনি। Click This Link Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।