আমাদের কথা খুঁজে নিন

   

যেই দেশে বিরোধীদলের নেত্রী অত্যাচারিত হন,!!! সেখানে আম জনতার হাল কি???

সেই চিরবিদ্রো.... যে লড়াই , কখনো শেষ হয়না....

খালেদার জিয়ার বাগী আর উচ্ছেদ নিয়ে পরিস্কার দুই ভাগে ব্লগারগণও.. পুরা জাতির প্রতিচিত্র হয়ে। আওয়ামীগের মতে- বাড়ী নেওয়ার প্রক্রিয়ায় ভুল ছিল। তাই সেই ভুল এতদিনে সংশোধন করছে! বিএনপির মতে- বৈধ ভাবে বরাদ্ধকৃত বাড়ী থেকে উচ্ছেদ করা হচ্ছে। প্রথম কথা হল - আগের টার্মে ৯৬-২০০১ যখন ক্ষমতায় ছিল তখন কি এই তথ্য জানা ছিল না? যদি জানা থাকে তখন কেন কোন উদ্যোগ নেয়া হয় নি? আরেক প্রস্থ আলোচনায় আসে ২০০১এ ক্ষমতা ত্যাগের আগে শেখ হাসিনা নিজ মন্ত্রীপরিষদ দিয়ে নিজে ক্ষমতায় থাকা অবস্থায় গণভবন নিজের নামে লিখিয়ে নেন। কিন্তু গণ প্রতিক্রিয়ায় দখল কন্টিনিউ করতে পারেন নি। এই না পারার জ্বালাই কি আজ এতবছর পর উদগরিত হল?? আলোচনা যে দিকেই যাক-- আমাদের আম জনতার মোটা বুদ্ধির মোটা প্রশ্ন - যেই দেশে বিরোধীদলীয় নেত্রীর নিরাপত্তা এবং মৌলিক অধিকার সরকারী ইঙ্গিতে লঙ্গিত হয়.. সেই খানে সাধারন জনতার হাল কি?? আদালত আজ পকেটা আদালত!! প্রশাসন.. ইচ্চা অনিচ্ছায় হুকুমের গোলাম!!! আইনশৃঙ্গলা রক্ষাকারী বাহিনী- আলাদিনের জিনি!!!! যে ক্ষমতায় -- তাকেই যো হুকুম আকা বলে অন্যপক্ষে চালায় নির্যাতন!!! এই চক্রবুহ্য থেকে বেরুনোর পথ কই?????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।