আমাদের কথা খুঁজে নিন

   

এই সব সেনা বাহিনী দিয়ে দেশের কি হবে?

আমি ভাবি যাদের কথা হয়তো অনন কেউ ভাবেনা তাদের কথা।

ছোট বেলায় বাবা মা সহ সবার মুখে আমাদের সোনা বাহিনির সুনাম শুনিছি। আর আজ যখন সব জানতে শিখেছি আর বুজতে শিখেছি তখন ই দেখলাম সোনা বাহিনির মধ্যে হিরা বাহিনিও আছে। কিছুদিন আগে সেনা বাহিনি নিয়েও সামু তে একটা পোষ্ট ছিল। যেটা ছিল সামুর ষ্টিকি পোষ্ট।

তখন পোষ্ট টা পরে আমার খারাপ লেগেছিল। যারা দেশ রক্ষার জন্য সর্বদা প্রস্তুত তাদের নিয়ে সমালোচনা। এবার বিস্তারিত। আমার গ্রামের এক চাচা সেনা বাহিনিতে গত২বছর যাবৎ যাবার জন্য পরিক্ষা দিচ্ছিল। প্রতিবার ১ম ছিলের পর ২য় ছিল ভাগ্যে জোটেনি।

সব সময়ি তাকে শাররিক ভাবে আনফিট দেখানো হয়েছিল। কিন্তু গত আট তারিখে ঝালকাঠি থেকে সেনা বাহিনিতে লোক নিল। সেখানে সে এ টু যেট ফিট ফাট। কি ভাবে? কারন একটাই। মাএ ২ লক্ষ টাকা।

আমিও একবার সেনা বাহিনিতে লোক নেয়ার সময় গিয়েছিলাম। শুধু মাএ দেখার জন্য। তখন জনাব মেজর সাহেব আসিলেন। এবং তিনি বলিলেন যদি কারও মনে এতটুকু চিন্তা ভাবনা থাকে ঘুস অথবা সুপারিশ করার জন্য, তারা প্রথমেই কেটে পরেন। কারন সেনাবাহিনির চাকরি ঘুসের মাধ্যমে হ্য় না হয় যোগ্যতার ভিত্তিতে।

যখন আমার চাচা প্রথম বার সেনা বাহিনিতে যাবার জন্য চেষ্টা করছিল তখন (যে ব্যক্তি ঘুষ নিয়েছে )সে বলেছিল ২ লাখ টাকা হলেই হবে। কিন্তু তখন টাকাও যোটেনি আর চাকরিও যোটেনি। আমার প্রশ্ন এটাই এই আনফিট সেনা সদস্য কে দিয়ে দেশের কি ভবিষৎত? এবং যে সব সেনা সদস্য এসব ঘুষ বানিজ্যে লিপ্ত তাদের দিয়ে দেশের জন্য কি আশা করা যায়? আর এ ধরনের দূর্নীতি এখন না রুখলে সেনা বাহিনির মত একটি বাহিনীর ভবিষৎ কেমন দারাবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।