আমি ভালো আছি
হঠাৎ গুঞ্জন। সেনানিবাসের বাড়ি নাকি ছেড়ে দিয়েছেন খালেদা জিয়া। ১২ নভেম্বরেরর ভেতর বাড়ি ছেড়ে দিতে উচ্চ আদালতের নির্দেশ ছিল। ঘটনাস্থল থেকে সাংবাদিকেরা বলছেন বাড়ি খালেদাতেই আছে। স্বামীর স্মৃতি আঁকড়ে বুকের গহীনে রেখে দিয়েছেন তিনি তিন একরের ভূমি।
বিএনপির স্থায়ী কমিটির নেতা মওদুদ আহমেদকে এই বাড়ি নাটকের নেপথ্য নায়ক বলছেন শীর্ষস্থানীয় অনেক বিএনপি নেতাই। দলটির সর্বোচ্চ নীতি নির্ধারনী পর্ষদ স্থায়ী কমিটির আরেক নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী প্রকাশ্যেই এ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন। সেনা উপ-প্রধানের সরকারি বাড়িটির ইজারা বাতিলে সেনাবার্ডের দেওয়া নোটিশের বিরুদ্ধে আদালতে যাওয়ার পক্ষে মত দিয়ে দলটির প্রধান খালেদা জিয়াকে প্রভাবিত করেছেন সাবেক একনায়ক এরশাদের ডেপুটি মওদুদ--এমন মত বিএনপির বড় একটা অংশের। এদের কেউ কেউ এমনও বলেছেন যে, পুরোনো ব্যক্তিগত শত্রুতার শোধ তুলতে মওদুদ মামলায় নিশ্চিত পরাজয় জেনেও আদালতে যেতে প্রায় জবরদস্তি করেছেন খালেদাকে। মওদুদ নাকি চেয়েছিলেন ঘর হারিয়ে সাবেক প্রধানমন্ত্রী রাস্তায় ঘুরুক।
মওদুদের এমন ইচ্ছা থাকলে; সত্যই খালেদা ঘর হারিয়ে ফেললে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচিত হবে নিজের ঘরে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে আশ্রয় দেওয়া। মওদুদের ইচ্ছেয় যদি হাসনা বাদ সাধতে পারেন তবে এ দেশের রাজনীতিতে সৌহার্দ্য প্রতিষ্ঠিত হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।