আমাদের কথা খুঁজে নিন

   

খয়েরি-রঙ-জামা

নিজেরেই ভালা কইরা চিনি না

খয়েরি-রঙ-জামা । হলদে পৃথিবী মানিয়ে আনা । তাকিয়ে আছে অক্ষরদৃষ্টি । ফাগুনে দিন আসতে বাকি হা্ওয়ার ভরে । পরিপূর্ণতা আর আবেশে, তোমার জানা সে মেয়েটিকে পর্দার ফাঁকে দেখে ফেলেছি ।

শীতের ভোরে কুয়াশা কাটা হাঁটতে থাকা কোনও মেয়ের রূপালি নখ, মেসেট পাতা জীবিকাপ্রথা জেনে বাঁচতে চায় এমন লোক বাঁচতে পারে জীবনভর ? ছিন্নমস্তকে জীবন কাটে ; -- আমার মনে তাই মনে হয় । জীবন শূন্য করে কখন তার নাকের নথ, পায়ের মল বেজে উঠল একই সাথে ? অনেক দিন ক্লান্তির পর পাথর বুনে বুঝতে শিখে -- সত্যে অসত্যে যে অনুভূতি জাগে হৃদয়ে তা কতোটুকু বিভ্রান্তিকর । কাঁঠালচাঁপা আর দেখি না এসব বনে এসব বনে মানুষ আসে মানুষেরা না কি ভয়ঙ্কর ! মেঘের বৃষ্টি কান্না তো নয় - অভিশাপ । রমণীদের বিষণ্ন প্রেম বিস্ময়কর । বিস্ময়কর সব সময় পেরিয়ে যাচ্ছি ।

বাতাসে ভাসে মনের ক্ষুধা । আকাশে উড়ে পাখনা মেলে জীবনদায় । তুমি চলেছে পেছন ফেলে আমার দেওয়া খয়েরি জামা । কষ্ট নিয়ো না যে পুরুষের সুখ পাও নি তুমি জারুল ফুল ফোঁটার আগে এ ক্যাক্টাসের নিসর্গসুখ শব্দার্থ দিয়ে সংক্ষেপ করি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।