আমার আগের নিকে নামের মধ্যে ভুল হয়েছিল, শুদ্ধ করে আসলাম নুতুন নিকে
আমার আত্মীয়স্বজন বলতে গেলে সবাই মাল্টি ন্যাশনাল। একেক জন একেক দেশে থাকে। বন্দুদের কেউ কেউ ভাবত সব দেশেই মনে হয় আমার আত্মীয় আছে। এই আত্মীয়দের সবাই যে বাংলা পারে তা কিন্তু নয়। তাদের সাথে ইংরেজি ভাষা ব্যাবহার করতে হত।
তাই ছোট বেলা থেকেই ইংরেজির সাথে আমার পরিচয়। তাই কথার ফাকে ফাকে ইংরেজি শব্দ আমার বাংলাকে দুর্বল করে দেয়। যাইহোক, কাজিন ভাই বোনদের সাথে আমার ঝগরা হত দেশ নিয়ে। আমি আমার বাংলাদেশকে নিয়ে আনকম্প্রমাইজ থাকতাম। মাঝে মাঝে সত্যি সত্যি বুঝতাম, আমি পারতেছিনা, তখন মনে মনে সান্তনা দিতাম, "আল্লাহ পাক আমাকে এই দেশেই জন্ম দিয়েছেন, এই দেশ ই তিনি আমাকে দিয়েছেন................................... "আমি নাম দিয়েছি মিঠু বাংলা, কারো নামে কেনা নয়, এটি আমার বাংলাদেশ, আমার দেশ, যে যাই বলুক এটা আমার নিজের দেশ, কারো থেকে লোন করে আনি নাই" কঠিন স্বরে আমার নিজের মনকে এক হাত দেখে নিতাম।
আমার বড় যুক্তি ছিল এ রকম, বাংলাদেশ কে খালি চোখে বুঝা যায় না, অন্তর দিয়ে দেখতে হয়, বাংলাদেশের মানুষ ১৬০ মিলিয়ন, কিভাবে এত ছোট দেশে এত মানুষ থাকতেছে এটাই বাংলাদেশের সুন্দর্য এবং আশ্চর্য ।
আমার পাসপোর্টে আমার সিগনাচার বাংলায় দেওয়া। তাই বিদেশীরা বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। বাংলাদেশী কিংবা ইন্ডিয়ান হলে, এক মুচকি হাসি দেয়। আমি জানি আমি কেন এই সিগনেচার দিয়েছি।
আর যে যাই বলুক, আমি যাকে ভালবাসি সত্যিকার মন থেকেই ভালবাসি। আল্লাহ পাক আমাকে এভাবেই বানিয়েছেন। তাই ভয় হয়, কোন মেয়ের প্রেমে পড়লে আমার যে কি কঠিন দশা হবে।
জন্মের পর থেকেই জেনে এসেছি, বাংলাদেশের সংবিধানে লিখা আছে ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্খা ও বিশ্বাসই হবে যাবতীয় কার্যাবলির ভিত্তি’ । আমি ভেবেছিলাম সরকার যাই বলুক এটি পরিবর্তন করবে না।
কিন্তু খবর পেলাম করে ফেলছে নাকি। আমি বুঝে পাই না এতই যদি ধর্ম নিরোপেক্ষ হওয়ার ইচ্ছা ছিল, তাহলে জাস্ট 'সর্বশক্তিমান স্রষ্ঠার ওপর পূর্ণ আস্খা ও বিশ্বাসই হবে যাবতীয় কার্যাবলির ভিত্তি’ করলেই হত। শেষে যা বুঝার বুঝে ফেললাম। মনে মনে বললাম, "আমি নাম দিয়েছি মিঠু বাংলা কারো নামে কেনা নয়"। আল্লাহ পাক যেন আমাদের ক্ষমা করেন।
ছোট বেলায় এক হুজুরের মুখে শুনেছিল, ফেরাউনের বাড়ির দরজার সামনে লিখা ছিল "ল্যা ইলাহা ইল্লালাহ" আর এ জন্যি নাকি বহু বছর ফেরাউনের বাড়িতে আল্লাহ পাকের কোন গজব পড়েনি। যাইহোক, আপনি জানেন কিনা জানি না, বর্তমান পৃথিবীর উন্নত আমেরিকার টাকায় সুন্দর করে লিখা থাকে In GOD We Trust . আমেরিকার মুদ্রাই সাক্ষিদেয় আল্লাহ পাকের। পৃথিবীর আরেক আশ্চর্য জনক রাষ্ট্র "ইসরাঈল"। আপনে কি জানেন ইসরাঈল কি? "আল্লাহর বান্দা" (ঈল; হিব্রু, ঈলহিম ঈলাহ; আরমায়িক, আল ঈলাহ; ঈল্লাল্লাহ; আল্লাহ এরাবিক)
আমেরিকার ক্ষেত্রে দোষ নাই, ইসরাঈলের ক্ষেত্রে দোষ নাই, দোষ শুধু আমার বাংলাদেশের ক্ষেত্রে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।