আমাদের কথা খুঁজে নিন

   

ক্র চক্র চক্র চক্র চক্র চক্র চক্র চক্র চক্র চক্র চ

আমার রক্ত বিষাক্ত; আমার জীবন বিষাক্ত; আমিই যোগ্য, এই বিষাক্ত পৃথীবিতে বেচে থাকার! আমাকে বিরক্ত কোরোনা সুখী মানুষেরা!! তোমাদের মত পবিত্র কীটদের আমি পায়ের নিচে পিষে ফেলব!!!
চক্রিত অসীম পথে গ্রহ-গ্রহাণু সমুহের আবর্তনকেও এক ধরনের বন্দীত্ত্ব বলে মনে হয় আমার কাছে। তাই নিরীহতম গোলীয়দর্শনকে দেখেও আমি চমকে উঠি কারাগার ভেবে এবং পালিয়ে বেড়ানোর নিশ্চিত অসফল চেষ্টা করি গোল ও গোলক থেকে। আমি পরিবেষ্টিত হয়ে থাকি এবং অথবা পরিবেষ্টন করি নানাবিধ মৌলিক ও অমৌলিক গোলক। কোন নিস্তার নেই আমার এবং আমাদের। কেননা পৃথীবি গোলীয় কারাগারে আমার বিবিধ চলন। চক্রের নষ্ট মহিমা এই যে - বৈচিত্র উপকরন বিহীন হয়েও সে অশ্লীল রকম অসীম। চক্রান্তের মত নির্মমতম চক্রটি হল আমার জীবন- আমাকে বিপর্যস্থ করে তোলে। জীবনচক্র তাড়িত হয়ে একটি নির্ভুল চাকার মত আমি আমার শনিসোম সহকারে গড়িয়ে চলি চক্রাকারে। এইসব আমাকে ক্লান্ত করে তোলে ক্রমশই তারপর - একসময় বৃক্ষার্পিত জরা অর্পিত হয়ে স্থাণুর মত স্থবির আমি অপেক্ষা করি, চক্রহীনতার অসীম শূন্য আঁধারের অপেক্ষায় ---
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।