রাত পোহাবার কতো দেরী পান্জেরী
এখনও তোমার আসমান ভরা মেঘে
সেতারা হেলাল এখনও উঠেনি জেগে
তুমি মাস্তুলে, আমি দাড় টানি ভূলে
....অসীম কুয়াশা ......
কবি ফররুখ আহমদের কবিতার বাস্তব অবস্হা এখন আমাদের দেশে বর্তমান।এদেশের আকাশ থেকে কালো আধার যেন কাটছেনা।সংঘাতের রাজনীতির যাতাকলে আমরা পিষ্ট।শুধু রাজনৈতিক স্হিতিশীলতা ঠিক থাকলে এদেশ দ্রুত এগিয়ে যেতো।আসুন আমরা সবাই সুস্হ এবং স্হিতিশীল রাজনীতির পক্ষে অবস্হান নিই, নোংরা রাজনীতিকে না বলি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।