আমাদের কথা খুঁজে নিন

   

ডা: খালিদ সাইফুল্লাহ্ (আমার ভাইয়া) প্রকৃত মানুষের উপাখ্যান...

সুহাসলেলিন

প্রথমত: ধন্যবাদ সামুকে। এই ব্লগের সুবাদেই অনেক ভালো মানুষের সাথে মেশার সুযোগ হলো। ডা: খালিদ সাইফুল্লাহ্। প্রকৃত এই মানুষটির সাথে এই সামুতেই পরিচয়। আমার মা অসুস্থ।

দোয়া চেয়ে একটা পোষ্ট করেছিলাম। উনি সাড়া দিয়েছিলেন। আমি এই সুদূর প্রবাস থেকে ওনার যতটা সহায়তা পেয়েছি তার কিছুটা না বল্লেই নয়। এখন উনি আমার " ভাইয়া " মা যেই হাসপাতালে ভর্তি ছিলেন, আমি ভাইয়াকে আব্বার নাম্বার দিয়েছিলাম। ভাইয়া আব্বার সাথে যোগাযোগ করে প্রতিদিন হাসপাতালে যেয়ে অথবা ফোনে মা'র খোঁজ নিতেন এবং আমাকে সাহস দিতেন।

ওনার ও অন্য ডাক্তারদের পরামর্শেই মা'কে একটা অপারেশনের জন্য স্কয়ারে ভর্তি করা হয়। আল্লাহ্-পাকের অশেষ রহমতে মা এখন কিছুটা সুস্থ। যদিও মা'র " ফুসফুসের ক্যান্সার " ... এখনো ক্যামো দিতে হবে। সবাই মা'র জন্য দোয়া করবেন। ভাইয়া সম্পর্কে লিখতে গেলে হ্য়তো শেষ হবেনা।

উনি প্রতিদিন আমাকে খোঁজ দিচ্ছেন, যেখানে আমার বোন বা আব্বা পারছেন না। আমাকে সাহস যোগান দিচ্ছেন। পাঠকদের বিরক্ত না করে বলছি, দোয়া করবেন আমার মা'র জন্য এবং এই লেখাটি যাকে নিয়ে লেখা সেই আমার ভাইয়া " ডা: খালিদ সাইফুল্লাহ্ " -এর জন্য। ওনার একমাত্র ছেলে, আমার ভাতিজা "সামি" এবং ওনার পরিবারের সবার জন্য। ## আমি ব্লগ লিখতাম না।

যখন দেখলাম সামুতে এত ভাল সব মানুষের উপস্থিতি, তখন ভাবলাম কেননা এইসব ভাল মানুষের ভীড়ে নিজেকেও একটু ভালভাবে গড়ে তুলি। আরেকজন ব্লগার " গুরুজী "... হয়তো ছদ্ম নাম, ওনার কাছেও আমি কৃতগ্ঞ। আমাকে টেকনোলোজি বিষয়ে ধারনা দেবার জন্য। ধন্যবাদ সামু... ভাইয়া, গুরুজী এবং আরো অনেকেই... এদের মত লোক থাকলে আমাদের দেশকে সুন্দর করে গড়ে তোলা খুব কঠিন হবেনা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।