যখন দেখি চাওয়া-পাওয়া শূন্যতে মিলায়... তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই :-(
" এক পাড়ে মন বসত করে
অন্য পাড়ে বাঁধে ঘর
মনকে বলি যাসনে ওপাড়
ঘর করে নড়বড় "
জীবন নদীর জোয়াড় ভাটায়
নৌকাখানি তরঙ্গ পায় খানিক চরে
চরের বুকে ঢেউ লাগিলে
রঙ্গপানি উছলে পরে
দেহের গাঙ্গে বাকে বাকে
বাহির ও ভিতর ।।
মন বুঝেনা বুঝলে সে কি
যায়রে ছুটে বাদল টুটে এমন ভোরে
ভোরের নিশা যেই কাটিবে
মনের বাতি সল্তে পুড়ে
দেখবি'রে তুই আপন ঘরে
অন্যরকম পর ।।
বাদলে হাওয়া লাগলে দেহে
দেহের লাগাম যায়রে খুলে বিষম ভুলে
ষোল কলায় রঙ্গমেলায়
মন-মহাজন মাতে খেলায়
দেহের ভেতর আরেক
গতর করে'রে ধরফর ।।
গান'টি অনলাইনে শুনতে এবং ডাউনলোড করতে:
Click This Link
গান'টি শুনে কেমন লাগলো জানাবেন . . .
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।