কত্তদিন দাড়ানো হয়না
তিন তলার বারান্দায়
কতদিন চেয়ে থাকা হয় না
অচেনা পথের চেনা মানুষটির জন্য
যার জন্য ব্যয় করেছি সুবাসিত স্বপ্ন
যার জন্য ঋন সকালের কাছে
চেনা চশমা,ভেজা চুল
কিংবা অদৃশ্য চোখাচোখি
সবকিছু কেমন হারিয়ে যেতে বসেছে
মনের বারান্দা থেকে
অথচ কত আপন ছিল
অম্লান হাসি,দিবারাত্রির স্বপ্ন
কত আপন ছিল সেই দিনগুলো
যারা বৈচিত্রতা দিয়েছে
এক জীবনে ঢেড় বেশি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।