আমাদের কথা খুঁজে নিন

   

ইভ টিজিং করলে তাৎক্ষণিক এক বছরের কারাদণ্ড

এই পৃথিবীতে ভালো মানুষ হয়ে বেঁচে থাকার চেয়ে শ্রেষ্ঠ আনন্দের আর কিছুই নেই..

এখন থেকে ইভ টিজিংয়ের অপরাধে তাৎক্ষণিক এক বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারবেন ভ্রাম্যমাণ আদালত। ইভ টিজিং প্রতিরোধের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত আইনে একটি নতুন ধারা সংযোজনের ফলে ম্যাজিস্ট্রেটরা সাজা দেওয়ার এ ক্ষমতা পেয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকাল মঙ্গলবার দুপুরে সংযোজিত অংশ গেজেট আকারে প্রকাশ করা হয়। আইনটি গতকাল থেকেই কার্যকর হয়েছে। নতুন সংযোজন অনুযায়ী কোনো নারীর অসম্মান হয়, শালীনতাহানিকর অঙ্গভঙ্গি, কটূক্তি বা শারীরিক বহিঃপ্রকাশ অপরাধ হিসেবে গণ্য হবে।

এ অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ইভ টিজারকে তাৎক্ষণিক এক বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারবেন। এর আগে গত ২ নভেম্বর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু আইন সংশোধনের করার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, 'ইভ টিজিংয়ে জড়িত সন্তানের মা-বাবা এবং অভিভাবকদের আইনের আওতায় আনার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। অন্য সব মামলার বিচার করতে সময় লাগলেও এ আইনে অন্তর্ভুক্ত করা হলে তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচার করা যাবে।

' সূত্রঃ কালের কন্ঠ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।