আমাদের কথা খুঁজে নিন

   

১৫ কোটি মানু্য থেকে কি আমরা ১১ টা ফুটবলার পাব না?

নিজের সম্পরকে লেখার কিছুই নাই

আমাদের দেশের population যে ঠিক কত তা আমি বলতে পারব না । তবে ১৫ কোটির নিচে হবার কথা না। কিন্তু মজার ব্যাপারটা হল এই ১৫ কোটি মানুষ থেকে আমরা ১১ জন এমন লোক বের করতে পারি না যারা ভাল ফুটবল খেলে!!!!আজীব!!! অপর দিকে কুয়েত যার population ২০ লাখ এর মত ... সেই পিচ্চি এক্তা দেশও world cup খেলে ফেলসে। কাতারতো সামনের world cup host করারও ট্রাই করতেছে। ১১০০০ sqr km এর একটা দেশ যা আমাদের ঢাকা থেকে ১৫ গুন ছোট তারাও নাকি greatest game on earth নামে পরিচিত world cup এর host হইতে চায়(ছোতো বাবুর বড় সাদ) তাদের শক্তিশালী একটা ফুটবল টিমও আসে যার কারনে তারা host হবার প্রতিযোগিতায় নামতে পারে।

আর আমাদের দিগে তাকান......আমাদের সাফল্য আমরা একবার asian cup a 1st round এ সব গুলো ম্যাচ হেরে বিদায় নিয়েছিলাম তাও আমার ১৯৮০ সালে ঃ(...। তবে তাও টো ঐ পর্যন্ত যাইতে পারছিলাম...। । সব গুলা ম্যাচ হারার যোগ্যতা অর্জন করতে পারছিলাম!!!!...। ।

এর পরে আমরাতো ওই পর্যন্ত যেতেই পারি নাই...। একবার champion হইছি South Asian Football federation cup এ..তাও আবার Maldives এর মত দলের সাথে জিতে....হাসি পায় এগুলা দেখলে...। । আমরা কি এতই খারাপ ফুটবলার??? আমাদের এত এত school college university আসে ...। ।

আমরা কি তার থেকে ভাল ১১ তা ফুটবলার বের করতে পারি না......এত এত মানুষ কত কত লীগ এ খেলে ...। কই একটাও তো বাঙালি পাইলাম না.....আমরা কি এতই আইলসা...। । নাকি ফুটবল খেলাতাই আমাগো জিনেই নাই...। না তা তো হইতে পারে না...... যাই হগগে...।

। .আমি আমার দেশ কে world cup এ দেখতে চাই......সেই প্রতিক্ষায় রইলাম......মইরা যাবার আগে দেখতে পারুম বইলা মালুম হয় না......। । ঃ( যাই হক...। বাঙ্গালি কিছু অসাধ্য সাধন করিবে বলিয়া আশাবাক্ত্য করিলাম......


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।