আমি মানুষ, এটাই আমার পরিচয়। আমাদের প্রজন্ম চত্বরের গণ জাগরণ এবং আমাদের সংগ্রাম যে কোন দল, মত,জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সমস্ত বাংলাদেশীদের জন্য ... ৭১ এ যেমন আমরা দল, মত,জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সবাই একসাথে মুক্তিযুদ্ধ করেছি আজ ও সেই যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আমরা এক হয়েছি ... রহীম যেমন বাংলাদেশী , রাম ও বাংলাদেশী, ক্রিস্টোফার ও বাংলাদেশী , বিজাক চাকমা ও বাংলাদেশী, রুপক বরুয়া ও বাংলাদেশী --- আমরা সবাই বাংলাদেশী , আমরা সবাই আমাদের দেশ কে ভালবাসি , আমরা সবাই মুক্তিযুদ্ধে মুক্ত বাংলাদেশের সন্তান ... আমরা সবাই একসাথে এক শক্তি ... যুদ্ধাপরাধীদের বিচার এর দাবী আমাদের সম্মিলিত দাবী , আমাদের অস্তিত্বের দাবী ... আমাদের সংগ্রাম কোন দল, মত,জাতি,ধর্ম,বর্ণ কে আঘাত করার জন্য নয় ... আমাদের সংগ্রাম, আমাদের জাতীয় অধিকার যুদ্ধাপরাধীদের সুষ্ঠু বিচারের দাবীতে ... আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান - সবাই আমাদের মসজিদ , মন্দির , চার্চ , প্যাগোডা তে গিয়ে এই দোয়া করছি এবং করতেই থাকবো যেন আমাদের বিধাতা আমাদের কে সেই কৃপা এবং রহমত করেন যাতে করে আমরা আমাদের সংগ্রাম কে সত্যের পথে সুন্দর মত মঙ্গলজনক ভাবে সফল করতে পারি ... আমাদের দল, মত,জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সমস্ত ভাই বোন দের কে অনুরোধ করবো , আপনারা সবাই আমাদের জন্য দোআ করবেন ... আমরা আমাদের সোনার বাংলাদেশ কে পাকিস্তানী রাজাকার, যুদ্ধাপরাধী এবং ধর্ম ব্যাবসায়ী মুক্ত করেই ছাড়বো ... জয় বাংলা ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।