আমাদের কথা খুঁজে নিন

   

কবি নজরুল স্মরণে

পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাভাষী মানুষের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই!

এপার হ'তে ওপারেতে সেই যে চলে গেলে--- পদ্মানদী পার হয়ে কই আর ফিরে না এলে! প্রবাসেতে হারিয়ে গেল মায়ের 'দুখুমিঞা' চুরুলিয়ার কবরতলে কাঁদছে কবির প্রিয়া! পদ্মা-গঙ্গা-মেঘনা কাঁদে, কাঁদে আকাশ-ফুল সবই আছে আজ আমাদের নেই কবি নজরুল!! সন্ধ্যাকাশে জ্বলবে তারা ডাকবে ভোরের পাখি রবিমামা মারবে উঁকি রাঙা আবির মাখি'-- শরৎকালে শিশিরকণা ঝরবে সবুজ ঘাসে আসবে উমা মায়ের ঘরে প্রতি আশিন্ মাসে। কেবল তুমি আসবে না আর তাই কেঁদে আকুল মোদের ফেলে কোথায় গেলে কবি কাজী নজরুল! মায়ের গলে পরিয়ে গেলে মধুর গানের হার 'অগ্নিবীণা', 'বিষের বাঁশি' কতই উপহার--- দিয়ে গেলে কন্ঠে মোদের শিকল ভাঙার গান বাংলা-মায়ের দুটি ছেলে হিন্দু-মুসলমান। বলেছিলে: 'রাম ও রহিম একই বৃন্তের ফুল' কোন্ সুদূরে লুকিয়ে আছো কবি কাজী নজরুল!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।